প্রতিনিধি, উদয়পুর :-এবার শুকনো গাঁজা পাচার করতে গিয়ে রেল পুলিশের হাতে গ্রেপ্তার হলেন এইচডিএফসি ব্যাংকের জীবন বিমায় কাজ করা এক ব্যক্তি । ধৃত ব্যক্তির নাম অমিত দেবরায় । তার বাড়ি আগরতলা বাধারঘাট এলাকায় । ঘটনার বিবরণে জানা যায় , রবিবার সকালে উদয়পুর রেল স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলো অমিত। তখন রেল পুলিশের সন্দেহ দানাবাদে । সাথে সাথেই অমিতকে ঘিরে ধরে রেল পুলিশকর্মীরা। তার কাছে তল্লাশি চালিয়ে একটি কালো রঙের ব্যাগ থেকে শুকনো গাঁজার প্যাকেট উদ্ধার করে রেল পুলিশ । পরে খবর দেওয়া হয় রাধা কিশোরপুর থানায় । ঘটনাস্থলে পুলিশ এসে তাকে জোর জিজ্ঞাসাবাদ করে। জানা যায় এই গাঁজা গুলি নিয়ে বহি:রাজ্য পশ্চিমবঙ্গে যাওয়ার কথা ছিল অমিত দেব রায়ের । পুলিশ জানিয়েছে , অমিতের কাছ থেকে মোট ৬ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে । এই ঘটনা সাথে আর কোন ব্যক্তি জড়িত রয়েছে কিনা এবং কত বছর ধরে গাঁজা পাচারের ব্যবসার সাথে জড়িত রয়েছে অমিত ? এই বিষয়ে তাকে থানায় আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ। রবিবার সকালে উদয়পুর রেল স্টেশনে গাঁজা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মাতাবাড়ি এলাকা জুড়ে ।
37
previous post