Home » ৬৪ লক্ষ টাকার হিরোইন আটক করল উত্তর জেলা পুলিশ।।

৬৪ লক্ষ টাকার হিরোইন আটক করল উত্তর জেলা পুলিশ।।

by admin

প্রতিনিধি ধর্মনগর ,, আজ ১৬ ফেব্রুয়ারি রবিবার বাগবাসা নাকা চেকিং পয়েন্ট থেকে প্রায় ৬৪ লক্ষ টাকার হেরোইন ধরা পরল। উত্তর জেলার বাগ বাসা পুলিশের কাছে খবর আসে যে একটি ওয়াগনার গাড়ি করিমগঞ্জ থেকে ত্রিপুরাতে আসছে যার মধ্যে হেরোইন থাকতে পারে। এই খবরে উপর বিশ্বাস করে বাগবাসা পুলিশ ও ডি সি এম টি মগ ,সহ উপস্থিতিতে থেকে অপেক্ষা করছিলেন সেই গাড়িটির। গাড়িটির নম্বর এ এস ১১ পি ৯২৯৬।এই গাড়িটির তে তল্লাশি করে পাওয়া যায় 12 টি সাবানের কেইসের মধ্যে থেকে ২১২ গ্রাম ব্রাউন সুগার যার বাজারজাত মূল্য ৬৪ লক্ষ টাকা। এরই সঙ্গে গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করে পুলিশ । একজনের নাম সেলিম উদ্দিন ও অন্যজনের নাম রুবিন আহমেদ। এখন পুলিশ এদের বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেবে।

You may also like

Leave a Comment