Home » অর্কনীড়ে বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

অর্কনীড়ে বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

by admin

প্রতিনিধি, বিশালগড় , ১৭ জুন।। রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি সংস্থা এন বি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজি আয়োজিত বসে আঁকো প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। রবিবার সেকেরকোট স্থিত অর্কনীড়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সরকারী চারু ও কলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, এছাড়া উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি অধ্যাপক ড: শান্তি পদ গণ চৌধুরী প্রমুখ । অর্কনীড়ের প্রজেক্ট অফিসার অনুপ দে প্রতিযোগিতার উদ্দ্যেশ্য এবং বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করেন। অর্কনীড়ের সভাপতি ড: শান্তি পদ গন চৌধুরী কচিকাঁচা প্রতিযোগীদের বিজ্ঞান বিষয়ে উৎসাহিত করেন। অনুষ্ঠানে অর্কনীড় পরিচালিত
অর্ক গুরুকুলের ছাত্র ছাত্রীরা মনোমুগ্ধকর নজরুল সঙ্গীত পরিবেশন করেন।
প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্তের ৩৪০ জন কচিকাঁচা অংশ নিয়েছিলেন। তিনটি বিভাগে মোট ১৭ জন বিজয়ীদের হাতে শংসাপত্র, মেমেন্টো, মেডেল এবং আর্ট সামগ্রী তোলে দেন অতিথিবৃন্দ। অর্কনীড়ের সহ – সভাপতি কপিল বরণ ভৌমিকের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

You may also like

Leave a Comment