প্রতিনিধি, বিশালগড় , ১৭ জুন।। স্বচ্ছতা হি সেবা মিশন বাস্তবায়নে নয়া প্রকল্প স্মার্ট টয়লেট। ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় সারা দেশে স্মার্ট কমিউনিটি টয়লেট নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রথমত সারা দেশে দশটি স্মার্ট টয়লেট নির্মাণ করা হবে। এরপর ব্যাপক হারে নির্মাণ কাজ শুরু হবে। এরমধ্যে সারা দেশের মধ্যে প্রথম স্মার্ট টয়লেট নির্মাণ হয় ত্রিপুরা রাজ্যের সেকেরকোট সংলগ্ন ছনখলা উচ্চ বিদ্যালয়ে। শিবপুরের আই আই ই এস টি এবং এন বি আই আর টি ( অর্কনীড়) সেকেরকোট যৌথ ভাবে প্রকল্প বাস্তবায়নের কাজ করেছে। সহযোগিতায় ছিল অগ্নি গ্রিন পাওয়ার লিমিটেড। সোমবার রাজ্যের প্রথম স্মার্ট টয়লেটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন এন বি আই আর টি এর সভাপতি ড: শান্তিপদ গন চৌধুরী, আই আই ই এস টি এর প্রজেক্ট ইনভেস্টিগেটর অধ্যাপক কনিকা দাস ভট্টাচার্য, সহ ইনভেস্টিগেটর চন্দন কুমার চন্দ, অধ্যাপক সমরজিৎ সেনগুপ্ত, গ্রাম প্রধান দিপ্তী দে, ছনখলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুনিতা দেববর্মা প্রমুখ । বিধায়ক অন্তরা সরকার দেব উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেনি। এনবিআইআরটি এর সভাপতি ড: শান্তিপদ গন চৌধুরী জানান স্বচ্ছ ভারত মিশনে সারা দেশে বহু কমিউনিটি টয়লেট নির্মাণ হয়েছে। কিন্তু টয়লেটে জল, বিদ্যুৎ ইত্যাদি ব্যবস্থাপনার অভাবে অনেক ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যায় না। কিন্তু স্মার্ট টয়লেটে সৌরশক্তির মাধ্যমে জল উত্তোলন হবে। সর্বক্ষণ ট্যাঙ্কে জল থাকবে। টয়লেটের দরজা খোলা মাত্রই আলো জ্বলবে, পাখা চলবে। আবার দরজা বন্ধ করলেই এগুলো বন্ধ হয়ে যাবে। টয়লেটের ট্যাঙ্কে জল উত্তোলন করার পরেও পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে এই সৌরজল প্রকল্পের মাধ্যমে। তিনি জানান রাজ্যের বিভিন্ন প্রান্তে আরও এই স্মার্ট টয়লেট নির্মাণ হবে। প্রকল্পের সঠিক বাস্তবায়ন হলে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সারা দেশে গণহারে স্মার্ট টয়লেট নির্মাণে হাত দেবে। অনুষ্ঠানে ছনখলা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা সংগীত নৃত্য পরিবেশন করেন। শেষে স্কুল প্রাঙ্গণে বৃক্ষ রোপণ করেন অতিথিরা।
93