শান্তিরবাজার প্রতিনিধি : শিক্ষাব্যাবস্থায় আরেকধাপ এগিয়ে গেলো শান্তির বাজার মহকুমা। শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াংএর প্রচেষ্টায় বেকার যুবক যুবতিদের জন্য নার্সিং প্রশিক্ষনের বিশেষ ব্যাবস্থা করাহয়েছে। বর্তমানসময়ে নার্সিক প্রশিক্ষনের জন্য রাজ্যর বিভিন্ন যুবক যুবতিদের বহিঃ রাজ্যে অধিক অর্থ ব্যায়করে যেতেহয়। এখন থেকে বিধায়কের প্রচেষ্টায় রাজ্যের যুবক যুবতিরা স্বল্প অর্থব্যায় করে এখানেই প্রশিক্ষন নিতে পারবে। এই প্রশিক্ষনের জন্য বেশি পরিমানের অর্থের প্রয়োজন হবেনা। প্রশিক্ষন চলাকালিন স্কলারশিপের টাকা দিয়েই যুবক যুবতিরা প্রশিক্ষন নিতে পারবে। বিধায়কের উদ্দ্যোগে গরিবশ্রেনীর লোকজনদের আশাপূরনের লক্ষ্যে রাজ্যসরকারের অনুমোদিত এ এন এম ও জি এন এম নার্সিং ইনন্সিটিউট খোলাহয়েছে। শান্তির বাজার বগাফা আশ্রম দ্বাদশশ্রেনী বিদ্যালয়ের পুরাতন বিল্ডিং ৫ বছরের জন্য লিজে নিয়ে শুরু করাহচ্ছে এই প্রশিক্ষন কেন্দ্র। প্রশিক্ষন কেন্দ্রে প্রথন পর্যায়ে এন এন এম এ ৬০ জন ও জি এন এম এ ৬০ জন ছাত্র ছাত্রীকে ভর্তিকরানোহবে। তাদের জন্য থাকা ও যাতায়তের বিশেষ ব্যাবস্থা করাহবে বলে জানান। প্রথম বছরে কোনোপ্রকার বাছাই ছারা ভর্তি করানোহচ্ছে। জুলাই মাস পর্যন্ত চলবে ভর্তির প্রক্রিয়া। আজকে সাংবাদিক সন্মেলনের মধ্যদিয়ে নার্সিং ইনষ্টিটিউটের বিভিন্ন দিকগুলি নিয়ে আলোচনা করেন শান্তির বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহা। এছাড়া উপস্থিত ছিলেন অষ্ট লক্ষ্মী ডেভেলপমেন্ট কমিটির সভানেত্রী জেনি রিয়াং, স্পোক পারসন দিব্যেন্দু চৌধুরী সহ অন্যান্য। এই প্রশিক্ষন কেন্দ্রথেকে যেসকল যুবক যুবতিরা উক্তিন্নহবে তাদেরজন্য ইনষ্টিটিউটের পক্ষথেকে কর্মসংস্থানের ব্যাবস্থা করে দেওয়াহবে বলে জানান। শান্তির বাজার মহকুমায় এইধরনের ইনষ্টিটিউট খোলাহবে তা কোনোদিন ভাবতেপারেনি শান্তির বাজার মহকুমাবাসী। বর্তমান সময়ে বিধায়কের প্রচেষ্টায় সমগ্র রাজ্যের অনেক যুবক যুবতি এই প্রশিক্ষন কেন্দ্রথেকে প্রশিক্ষন নিয়ে আগামীদিনে নিজের পায়ে দারিয়ে আর্থিক দিকদিয়ে সাবলম্বী হবে বলে সকলে আশাবাদী।
বিধায়কের পরিকল্পনায় স্বপ্নের নার্সিং ইনস্টিটিউট খোলা হল বগাফা জনজাতি প্রত্যন্ত এলাকায়।
107