ধর্মনগর প্রতিনিধি। ধর্মনগর ১২৪ তম রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে হাফলং ছড়া টি ই উচ্চ মাধ্যমিক স্কুলের এক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য ওবিসি মোর্চার সভাপতি তথা রাজ্য বিধানসভার প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের অধ্যক্ষ বাবুল চন্দ্র দাস। বিদ্যালয়ের শিক্ষক দিলীপ কুমার দাসের একান্ত প্রয়াসে রবীন্দ্রনাথের ১২৪ তম জন্মদিন উপলক্ষে রবীন্দ্রজয়ন্তীর পাশাপাশি রবীন্দ্রনাথের অবক্ষয় মূর্তির প্রতিষ্ঠা সংরক্ষিত হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা দলে দলে এই অনুষ্ঠানে যোগদান করে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করে তোলে। জেলা কার্যালয়ের বাইরে একটা রবীন্দ্রনাথের মূর্তির শুভ উদ্বোধন এই প্রথম উত্তর জেলায় পরিলক্ষিত হল বলে উপস্থিত জনসাধারণের ধারণা। রবীন্দ্রনাথ যে একজন মহান কবি সাহিত্যিক নাট্যকার দিকনির্দেশক হিসেবে মানুষের কাজ করেছেন তার অনুকরণ করতে ছাত্রছাত্রীদের উপদেশ দেন বিধায়িকা মলিনা দেবনাথ। রবীন্দ্রনাথের আদর্শে প্রতিপালিত হয়ে যদি নিজেদেরকে ছাত্রছাত্রীরা বড় করে তবে তাদেরকে আর সামাজিক কুসংস্কার এবং সামাজিক ব্যাধি থেকে মুক্ত থাকবে বলে উল্লেখ করেন। ১৬ মে এই অনুষ্ঠান হয় বলে জানান বিদ্যালয়ের শিক্ষক দিলীপ কুমার দাস।
হাফলং ছড়া টি ই উচ্চ মাধ্যমিক স্কুলে রবীন্দ্র জয়ন্তী এবং রবীন্দ্রনাথের অবক্ষয় মূর্তির প্রতিষ্ঠা।
197