Home » সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি উন্মোচন পাবিয়াছড়ায়

সর্দার বল্লভ ভাই প্যাটেলের মূর্তি উন্মোচন পাবিয়াছড়ায়

by admin

প্রতিনিধি কৈলাসহর:-ভারতের লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের ব্রোঞ্জ মূর্তি উন্মোচিত হয়েছে পাবিয়াছড়া বিধানসভায়।কুমারঘাট হালাই মুড়া এলাকায় মনু ও দেওনদীর সঙ্গমস্থলে এই ব্রোঞ্জ মূর্তি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস,জেলা সভাধিপতি অমলেন্দু দাস,কুমারকাট পুর পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ দাস,উপস্থিত ছিলেন মহাকুমা শাসক সন্দীপ দাস সহ অন্যান্য অতিথিরা।প্রদীপ প্রজ্জ্বলন ও রিমোট টিপে লৌহ মানব সর্দার বল্লভ ভাই প্যাটেলের ব্রোঞ্জ মূর্তি উন্মোচন করেন বিধায়ক ভগবান চন্দ্র দাস।জানা গেছে,৫০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সর্দার বল্লভ ভাই প্যাটেলের ব্রোঞ্জ মূর্তি।

You may also like

Leave a Comment