Home » লক্ষাধিক টাকার অবৈধ সেগুন কাঠ বাজেয়াপ্ত করলো গর্জি বনদপ্তর

লক্ষাধিক টাকার অবৈধ সেগুন কাঠ বাজেয়াপ্ত করলো গর্জি বনদপ্তর

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

বন দস্যুরা প্রতিদিন গভীর জঙ্গলে রাজ্যের বিভিন্ন দামী গাছগুলি কেটে নিয়ে পাচার করে দিচ্ছে রাজ্য ও বহি:রাজ্যের বিভিন্ন জায়গায় । তৈরি করা হচ্ছে বিভিন্ন নামিদামি আসবাবপত্র । এবার অমরপুর – উদয়পুর সড়কে গান্দারী এলাকায় গোপন খবরের ভিত্তিতে উদয়পুর বনদপ্তর থেকে চোরাই কাঠ আটক করার জন্য রাস্তায় বসে থাকে বনদপ্তরের আধিকারিক থেকে শুরু করে বনকর্মীরা। আর সেই সময় নম্বর বিহীন একটি বোলেরো গাড়ি সেগুন কাঠ নিয়ে উদয়পুরের দিকে রওনা দেয় । তখন বন কর্মীদেরকে দেখে গাড়ি চালক গান্দারী এলাকায় গাড়ি ফেলে গভীর জঙ্গলে চম্পট দেয় । পরে বনকর্মীরা গাড়িটিকে আটক করে গর্জি বনদপ্তরে নিয়ে আসে । এই ঘটনায় গর্জি দপ্তরের ইনচার্জ বিপুল চন্দ্র সাহা জানান , বুধবার সকাল ৯টা কুড়ি মিনিট নাগাদ অবৈধভাবে সেগুন গাছ কেটে পাচার করার সময় নম্বরবিহীন এই বোলেরো গাড়িটিকে আটক করা হয় । তার থেকে প্রায় ৫০ ফুট কাঠ উদ্ধার করা হয় । যার বাজার মূল্য আশি থেকে এক লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি জানান। বর্তমানে গাড়িটির বিরুদ্ধে একটি মামলা নেওয়া হবে। ‌ তিনি আরো জানান এই ঘটনার সময় ঘটনাস্থল থেকে গাড়ি ফেলে গভীর জঙ্গলে চম্পট দেয় চালক। ‌ তারপরে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। বর্তমানে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তরের আধিকারিকরা। ‌ গোটা ঘটনায় পরিবেশপ্রেমী থেকে শুরু করে উদয়পুরের জনগণের মধ্যে বন কর্মীদের এই ধরনের অভিযান কে কেন্দ্র করে ব্যাপক সুনাম অর্জন করেছে গোটা বনদপ্তর।

You may also like

Leave a Comment