ধর্মনগর প্রতিনিধি।
বুধবার অর্থাৎ সরস্বতী পূজার দিন শিয়ালদা থেকে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুপুর ২:৪০ মিনিটে ধর্মনগর স্টেশনে এসে পৌঁছায় আগরতলার উদ্দেশ্যে যাবে বলে, সেই ট্রেনে বি ওয়ান কামরার বাথরুমের পাশে রেল কর্মী মনোজ শর্মা কিছু টাকা উদ্ধার করে। কিন্তু এই টাকার কোন দাবিদার পাওয়া যায়নি। অবশেষে ধর্মনগর মহকুমার মহকুমা রেজিস্ট্রেটের নির্দেশ নিয়ে মেশিনের মাধ্যমে টাকা গোনা হয় এবং এই টাকা জিআরপিএফ এর হাতে তুলে দেওয়া হবে বলে নির্দেশে বলা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শুক্রবার মেশিন দিয়ে এই টাকা গুনা হয়। সবগুলি ৫০০ টাকা এবং ২০০ টাকার নোট ছিল। উদ্ধারকৃত টাকার পরিমান 66 লক্ষ 57000 রয়েছে বলে আরপিএফের কর্মকর্তারা জানান। তবে রেলের বাথরুমের পাশে এত পরিমান টাকা কে বা কারা রেখে গেল কেনই বা রেখে গেল তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে এত টাকা নগদ উদ্ধারে ধর্মনগর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। আরপিএফ আইনীয় প্রক্রিয়া সম্পূর্ণ করতে কেনই বা এত সময় লাগালো এবং সংবাদমাধ্যমকে কেন এত দেরিতে জানানো হলো তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে।
বুধবার দুপুর ২ টা চল্লিশে শিয়ালদা থেকে আগরতলা গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে ৬৬ লক্ষ ৫৭ হাজার টাকা উদ্ধারে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
113
previous post