প্রতিনিধি,গন্ডাছড়া ১৬ জানুয়ারি:- আগামী ২২শে জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠিত হবে নয়া কলেবরে। একই সঙ্গে প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে সম্পূর্ণ করা হবে এই কাজ। এ উপলক্ষে চলছে জোড় তৎপরতা। সারা দেশব্যাপী প্রচারের আয়োজন করা হয়েছে রাম মন্দির ও রাম লালার প্রাণ প্রতিষ্ঠা ঘিরে। একইভাবে এই রাজ্যেও জোর প্রচার চলছে। এরই অংশ হিসাবে মঙ্গলবার গন্ডাছড়া দুর্গা বাড়িতে অযোধ্যায় শ্রী শ্রী রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান এর স্থানীয়ভাবে প্রচার ,প্রসার ও উপভোগ করার বিষয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এদিন ৮ গঙ্গানগর- গন্ডাছড়া কেন্দ্রের এমডিসি ভূমিকানন্দ রিয়াং এর আহবানে এলাকার বিশিষ্টজনেরা প্রস্তুতি বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে আগামী ২১ এবং ২২ জানুয়ারি দুইদিন একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়। বৈঠক থেকে এলাকার সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষের কাছে অনুষ্ঠানে অংশ গ্রহণ করার আহ্বান রাখেন।
রাম মন্দিরে রাম লালার প্রান প্রতিষ্ঠা’কে সামনে রেখে এক গুচ্ছ কর্মসূচি নিয়ে গন্ডাছড়ায় প্রস্তুতি বৈঠক
by admin
written by admin
128