
প্রতিনিধি, বিশালগড়, ১৬ জানুয়ারি।। কমলাসাগর বিধানসভার সীমান্ত গ্রাম মিয়া পাড়া পরিদর্শন করেন রাজ্যপাল।
মঙ্গলবার রাজ্যপাল এন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সিপাহীজলা জেলা সফরে যান। এদিন রাজ্যপাল প্রথমে সিপাহীজলা জেলার জেলা শাসকের অফিস পরিদর্শন করেন । সেখানে রাজ্যপালকে জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয়। রাজ্যপালকে শুভেচ্ছা জানান জেলা শাসক শ্রী নাগেশ কুমার এবং জেলা পুলিশ সুপার ভি জে রেড্ডি। এদিন রাজ্যপাল জেলাশাসক অফিস কনফারেন্স হলে জেলার সমস্ত প্রশাসনিক আধিকারিকদের নিয়ে পর্যালোচনা করেন। এরপর তিনি চলে যান সিপাহীজলা অভয়ারণ্যের অতিথি শালায়। সেখানে তিনি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর চলে যান কমলাসাগর মিয়াপাড়ায়। সেখানে ১১২ নম্বর গেইট সীমান্তবর্তী এলাকায় কাঁটাতারের ওপারে বসবাসকারী ভারতীয় নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন । সীমান্তবর্তী এলাকায় প্রথমবারের মতো রাজ্যপালকে কাছে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন বসবাসকারী সাধারণ মানুষ। কারণ তারা নানা সমস্যায় ভুগছেন। তাদের সমস্ত ধরনের সমস্যার কথা তুলে ধরেন। রাজ্যপাল তাদের সমস্যা মনোযোগ সহকারে শুনেন এবং তাদের সমস্যাগুলি সমাধান করার আশ্বাসও দিয়েছেন। কমলাসাগর মিয়াপাড়া সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের সমস্যার কথা জানতে এই প্রথম রাজ্যপাল এন ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু সেখানে গিয়েছেন। সরেজমিনে প্রত্যক্ষ করেন কাঁটাতারের ওপারে বসবাসকারীদের দুঃখ দুর্দশা।