Home » কিষান মোর্চার ধানকাটা কর্মসূচি।

কিষান মোর্চার ধানকাটা কর্মসূচি।

by admin

বিজেপি কিষান মোর্চা রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আজ খোয়াই মন্ডলের পশ্চিম গণকি গ্রামের মাঠে রাজ্যব্যাপী গরিব কৃষকের ধান কাটা কর্মসূচীর শুভারম্ভ করেন কিষাণ মোর্চা রাজ্য সভাপতি শ্রীযুক্ত জওহর সাহা মহাশয়। ধান কাটা কর্মসূচি শুরু হওয়ার পূর্বে স্থানীয় শ্রীকৃষ্ণ পাঠশালা সংলগ্ন কমিউনিটি হলে কিষান মোর্চা খোয়াই জেলা কমিটির পক্ষ থেকে এক অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান নিযুক্ত হওয়ায় শ্রীযুক্ত জওহর সাহা মহাশয় কে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন কিষান মোর্চা প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক তথা অল ত্রিপুরা ফারমার্স ক্লাবসের রাজ্য সভাপতি শ্রীযুক্ত প্রদীপ বরণ রায় কিষান মোর্চা প্রদেশ কমিটির সহ-সভাপতি তথা খোয়াই জেলা সভাধিপতি শ্রীযুক্ত জয়দেব দেববর্মা কিষান মোর্চা খোয়াই জেলা সভাপতি শ্রী অজিত শীল ও কিষান মোর্চা খোয়াই মন্ডল সভাপতি শ্রী সমরেন্দ্র দত্ত মহাশয় প্রমুখ। উপস্থিত রাজ্য জেলা ও মন্ডল নেতৃত্ব নিজ নিজ বক্তব্যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কৃষক কল্যাণে বিভিন্ন প্রকল্পের বিস্তৃত বর্ণনা করেন এবং উভয় সরকারের ভুয়সী প্রশংসা করেন এবং ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন। সভা শেষে উপস্থিত কিষান মোর্চা নেতৃত্ব ও কর্মকর্তাগণ মিছিল করে পার্শ্ববর্তী মাঠে যান ও এক গরীব কৃষকের খেতের ধান কাটেন। এই কার্যক্রম রাজ্যের ষাটটি মন্ডলের কিষান মোর্চার কার্যকর্তাগণ পালন করবেন এবং গরিব কৃষকের ধান কেটে দিয়ে সাহায্য করবেন বলে জানানো হয়।

You may also like

Leave a Comment