ধৃত এন এল এফ টি জঙ্গি সংগঠনের সুপ্রিমো উৎপল দেববর্মাকে ১৪দিনের জেল হাজতে পাঠালো খোয়াই সি জে এম আদালত /ত্রিপুরা রাজ্যের এন এল এফ টি উগ্রবাদী সংগঠনের সুপ্রিমোকে চাম্পাহাওর থানার পুলিশ বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিধাই এলাকা থেকে গ্রেফতার করে। ধৃতকে শুক্রবার খোয়াই জেলা আদালতে সোপর্দ করা হলে আদালত ১৪ দিনের জেল হেফাজতে পাঠায়। ঘটনার বিবরণে জানা যায়, খোয়াই মহকুমা চাম্পাহাওর থানায় এন এল এফ টি উগ্রবাদী সংগঠনের সুপ্রিমো উৎপল দেববর্মার বিরুদ্ধে একটি মামলা ছিল যার কেইস নং ২৩/২০২০। এই মামলায় অভিযুক্ত তৎকালীন এল এল এফ টি উগ্রবাদী সংগঠনের সুপ্রিমো উৎপল দেববর্মা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চাম্পাহাওর থানার পুলিশ আগরতলার সিধাই এলাকা থেকে বৃহস্পতিবার গ্রেফতার করে। ধৃতকে গ্রেফতার করে চাম্পাহাওর থানায় নিয়ে আসে। চাম্পাহাওর থানার পুলিশ খোয়াই জেলা আদালতে সোপর্দ করে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে। খোয়াই সি জে এম আদালতের বিচারক নন্দিতা ভট্টাচার্য পুলিশ রিমান্ড খারিজ করে দেয়। উল্লেখ্য, এই মামলায় আদালতে পুলিশ চার্জশিট দাখিল করে দেয়। আদালত পুলিশ রিমান্ড খারিজ করে দিয়ে 14 দিনের জেল হেফাজতে পাঠায়। ধৃতের নামে ভারতীয় দণ্ড দন্ডবিধির ১২০(বি )/১২১/১২১(এ )১২৪(এ )/৩৮৬/৫০৬/এবং ১০/১৩ বেআইনি কার্যকলাপের ধারায় মামলা চলছিল।
ধৃত এন এল এফ টি জঙ্গি সংগঠনের সুপ্রিমো উৎপল দেববর্মাকে ১৪দিনের জেল হাজতে পাঠালো খোয়াই সি জে এম আদালত
by admin
written by admin
128
previous post