Home » চড়িলামে ট্রাই সাইকেল বিতরণ

চড়িলামে ট্রাই সাইকেল বিতরণ

by admin

প্রতিনিধি, বিশালগড়, ১৫ সেপ্টেম্বর ।। চড়িলাম ব্লকে কমিউনিটি ডাস্টবিন এবং ট্রাইসাইকেল বিতরণ করা হয়। চড়িলাম ব্লকের অধীন ১১ টি গ্রাম পঞ্চায়েত এবং দশটি ভিলেজে কমিটির জনপ্রতিনিধির হাতে ডাস্টবিন এবং ট্রাই সাইকেল তুলে দেওয়া হয়। শুক্রবার চড়িলাম ব্লকে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএসি চেয়ারম্যান জাকুলো দেববর্মা, এস বি এম এর মেম্বার সেক্রেটারি পিকন দাস, চড়িলাম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রুপন দাস, অতিরিক্ত বিডিও অমিতাভ চক্রবর্তী প্রমুখ । সিপাহীজলা জেলা প্রশাসনের আর্থিক সহযোগিতায় চড়িলাম ব্লকের ২১ টি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটির মধ্যে ট্রাই সাইকেল এবং ডাস্টবিন বিতরণ করা হয়। এছাড়া চড়িলাম ব্লকের বিএসি ফান্ড থেকে সুতারমুড়া বিদ্যালয় এবং রামনারায়ণ ঠাকুরপাড়া উচ্চ বিদ্যালয়ে ৬০টি বেঞ্চ প্রদান করা হয়। এছাড়া মুখ্যমন্ত্রী স্বনির্ভর যোজনায় ছয়টি গ্রাম পঞ্চায়েতে ২০৫ জন ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে বীমা সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

You may also like

Leave a Comment