Home » শান্তির বাজার জাতীয়সড়কে বাইক দুর্ঘটনায় আহত তিন।

শান্তির বাজার জাতীয়সড়কে বাইক দুর্ঘটনায় আহত তিন।

by admin

শান্তিরবাজার প্রতিনিধি : ঘটনার বিরবনে জানাযায় মঙ্গলবার শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় ৮ নং জাতীয় সড়কে টি আর ০১ এ জে ৬২১৩ নাম্বারের একটি বাইক নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলেপরে। এতেকরে বাইকে থাকা তিনজন জাতীয় সড়ক ছিটকে পড়েগিয়ে আহত হয়। দুর্ঘটনায় আহতরা হলো উদয় মারাক বয়স ১৮, শুভঙ্কর মারাক বয়স ১৮, মনদীপ মারাক বয়স ১৭ । দুর্ঘটনার পরবর্তী সময় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিতহয়ে আহতদের ঘটনাস্থলথেকে উদ্ধারকরে চিকিৎসারজন্য শান্তির বাজার জেলা হাসপাতালেনিয়েযায়। আহতরা বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

You may also like

Leave a Comment