Home » স্বাধীনতার দিবসে আনন্দবাজার এসপিও ক্যাম্পের সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত অবস্থায় ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

স্বাধীনতার দিবসে আনন্দবাজার এসপিও ক্যাম্পের সামনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত অবস্থায় ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

by admin
ধর্মনগর প্রতিনিধি।
স্বাধীনতা দিবসের সকাল বেলা ধর্মনগর মহাকুমার আনন্দবাজার এলাকার এসপিও ক্যাম্পের কাছে একটি বাইক আনন্দবাজারের দিক থেকে ধর্মনগরের দিকে আসছিল ওপর একটি বাইক কদমতলার বরগুল থেকে ধর্মনগর হয়ে কৈলা শহরের উদ্দেশ্যে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীদের মতে দুটি বাইকের গতি বেশ বেশি ছিল এবং নিয়ন্ত্রণ সঠিক রাখতে না পেরে মুখোমুখি দুটি বাইকে সংঘর্ষ হয়ে দুই বাইকের চারজন এর মধ্যে তিনজন গুরুতর আহত হয়। একজনকে আনন্দবাজার থেকে একটি আসা গাড়িতে করে ধর্মনগরের জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। অপর দুজনকে ধর্মনগর অগ্নি নির্বাপক দপ্তরে খবর গেলে দপ্তরের কর্মীরা গিয়ে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে এনে ভর্তি করা হয়। যারা আহত হয় তাদের মধ্যে রানা দেবনাথ বাড়ি আনন্দবাজার এবং অপর বাইকের সঞ্জু গোস্বামী ১৯ বছর ও জিহারু রহমান ১৮ বছর এদের দুজনের বাড়ি কদমতলা থানাধীন বরগুল এলাকায়।উত্তর জেলা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। অপর আরেকজনের নাম জানা যায়নি যে অল্পবিস্তর আহত হয়ে চলে গেছে।

You may also like

Leave a Comment