প্রতিনিধি, তেলিয়ামুড়া।১৬ই মার্চ।
ঠিকাদারের দায়িত্বহিনতার কারণে পানিয় জলের অনিয়মিত সরবরা হের প্রতিবাদে আঠারোমুড়া এডিসি ভিলেজের জনজাতি অংশের মানুষেরা জাতীয় সড়ক অবরোধ করে।মুঙ্গিয়া কামি আর ডি ব্লকের অধীন আঠারোমূড়া এডিসি ভিলেজ এ পানীয় জলের তীব্র আ কাল।পানীয় জল দপ্তর অনেক দিন ধরে ই গাড়ী করে পানীয় জল পৌঁছে দিছে। কিন্তূ নির্বাচনের অনেকদিন আগে থেকেই পানীয় জল সরবরাহ কারী ঠিকাদার জল সরবরাহ অনিয়মত ভাবে করছে বলে স্থানীও মানুষের অভিযোগ। বিশুদ্দ পানীয় জলের অভাবে ভিলেজ বাসী দের নানান সমস্যায় পড়তে হচ্ছে।স্বাভাবিক ভাবেই সাধারণ মানুষ প্রশাসানের নজর কাড়তে আজ বেলা এগারোটায় ৪৩ মাইলে জাতীয় সড়কে হাঁড়ি কলশি নিয়ে অবরোধ এ বসে। খবর পৌঁছে উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার নিকট। সঙ্গে সঙ্গে ই মুঙ্গিয়াকামী ব্লকের বি ডিও সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন। পরে পানীয় জল দপ্তরের কর্মীরা অবরোধ স্থলে আসেন। ছুটে আসেন মহকুমা পুলিশ অফিসার প্রসূন কান্তি ত্রিপুরা। উভয় পক্ষের মধ্যে আলোচনা ক্রমে অবরোধ কারীরা সড়ক পুনরায় সচল করে দেয়। জল সরবরাহ কারী ঠিকাদার সংস্থা কে বার্তা দেওয়া হয় জল সরবরাহ নিয়মিত করার জন্য। আজকের হঠাৎ সড়ক অবরোধ এর ফলে জাতীয় সড়কে ব্যাপক যান জটের সৃষ্টি হয়।
পানীয় জলের অভাবে ভিলেজ বাসী দের নানান সমস্যায় পড়তে হচ্ছে।
90
previous post