প্রতিনিধি, উদয়পুর :-
শুক্রবার সকাল ১১ টায় গোমতী জেলা টেপানিয়া হাসপাতালে ২ কোটি ৯৬ লক্ষ টাকা ব্যয় নির্মিত ট্রমা কেয়ার সেন্টারের ফলক উন্মোচন ও প্রদীপ প্রজ্জ্বলন করে তার শুভ উদ্বোধন করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা । এই উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন , রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, গোমতী জিলা পরিষদের সভাধিপতি স্বপন অধিকারী, বিধায়ক বিপ্লব কুমার ঘোষ , জেলার পুলিশ সুপার ও জেলাশাসক থেকে শুরু করে জেলা হাসপাতালের সমস্ত ডাক্তার ও নার্সরা । উদ্বোধনী শেষে মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন গোটা ট্রমা সেন্টারের বিভিন্ন ওয়ার্ড গুলি । কথা বলেন হাসপাতালের দায়িত্বে থাকা সমস্ত ডাক্তার ও নার্সদের সাথে । সেই সাথে নির্দেশ দেন হাসপাতালে পরিবেশ যেন পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে সবসময় । বিগত দিনে দেখা গিয়েছে ট্রমা সেন্টার জেলা হাসপাতালে না থাকার কারণে বহু রোগীর মৃত্যু হয়েছে । কিন্তু এখন নতুনভাবে ট্রমা সেন্টার তৈরি হওয়ার ফলে রোগীদের একটি বড় সুবিধা হয়েছে এবং সমস্ত ধরনের সুযোগ সুবিধা হাতের কাছে পেয়ে যাবে ট্রমা সেন্টারে। এছাড়া দুর্ঘটনা জনিত যে সকল রোগী আশঙ্কা জনক অবস্থায় টেপানিয়া জেলা হাসপাতালে আসবে। সেই সকল রোগীদেরকে খুব তাড়াতাড়ি সরকারিভাবে তার চিকিৎসা পরিষেবা শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী বলেন আজকের এই ট্রমা সেন্টারে সুযোগ-সুবিধা দেখে তিনি খুবই খুশি হয়েছেন । এদিন ট্রমা সেন্টার উদ্বোধনকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার জন্য নিরাপত্তা ব্যবস্থা ছিলো পুলিশের আঁটো সাঁটো।