প্রতিনিধি, তেলিয়ামুড়া। ১৫ই মার্চ।গত ১১ই মার্চ ২০২৫ তারিখে তেলিয়ামুড়া থানাধিন গর্জনতলি হদ্রাই পাড়া, তেলিয়ামুড়াতে একটি নিরীহ কুকুরকে চরম নিষ্ঠুরতার একটি কাজ সংঘটিত করে। বিশ্বপখা জামাতিয়া ওরফে বাদরহরি কুকুরটি মারা যাওয়া পর্যন্ত (অত্যাচার করে) কয়েকবার পিটিয়ে একটি কুকুরকে নির্মমভাবে হত্যা করতে দেখা গেছে। এই কাজটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওর মাধ্যমে প্রত্যক্ষ করা হয়েছিল যা 11 ই মার্চ 2025-এ আপলোড করা হয়েছিল। তারই পরিচিত ব্যক্তি বুচুক জামটিয়া একই স্থানের তেলিয়ামুড়ার বাসিন্দা।
এর পরই বিভিন্ন সামাজিক সংস্থা এর বিরুদ্ধে সোচ্চার হতে দেখাযায়। তেলিয়ামুড়া থানার পুলিশ অভিযুক্ত কে আটক করার জন্য চেষ্টা শুরুকরে। পাশাপাশি তিপ্রামথা দলের সুপ্রিমো প্রদ্যুত কিশোর ও সামাজিক মাধ্যমে সোচ্চার হন। পাশাপাশি পশ্চিম থানায় একটি মামলাও করেছিলেন। এদিকে তেলিয়ামুড়া থানার ও সি রাজীব দেবনাথও লুকিয়ে থাকা অভিযুক্তকে আটক করার জন্য একটি টিম নিয়োজিত করেন।
অবশেষে শনিবার দুপুর আনুমানিক ১২ টা নাগাদ নৃসংশভাবে একটি নিরিহ প্রানী কে হত্যার অভিযুক্ত বিশ্বপখা জমাতিয়া ওরফে বসদরহরিকে আটক করতে সক্ষম হয় ও সি রাজীব দেবনাথ এর টিম। এব্যপারে তেলিয়ামুড়া থানার ও সি রাজীব দেবনাথ জানান শনিবার অভিযুক্তকে এরেস্ট করাহয়। অভিযুক্ত বিশ্বপখা জমাতিয়া ওরফে বাদরহরিকে কে আগামীকাল খোয়াই আদালতে সোপর্দ করা হবে।
কুকুরকে নৃশংসভাবে হত্যার দায়ে আটক যুবক
95
previous post