Home » পুলিশি জিজ্ঞাসাবাদে উদ্ধার অবৈধ আগ্নেয়াস্ত্র

পুলিশি জিজ্ঞাসাবাদে উদ্ধার অবৈধ আগ্নেয়াস্ত্র

by admin

প্রতিনিধি মোহনপুর:- অস্ত্র আইনে গ্রেফতার হওয়া দুই অভিযুক্ত কে জিজ্ঞাসাবাদ করে একটি অবৈধ পিস্তল উদ্ধার করতে সক্ষম হয়েছে সিধাই থানার পুলিশ। শনিবার দক্ষিণ জগতপুর এলাকার এক অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে এই অবৈধ পিস্তল। তাদের বিরুদ্ধে আরো পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রক্রিয়া জারি থাকবে বলে জানিয়েছেন মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথ।
গত ডিসেম্বর মাসে সিধাই থানা এলাকার অন্তর্গত একটি নেশার আসর থেকে মান্দাইয়ের নিবাসী বিশ্বজিৎ দেববর্মাকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর মোহনপুর এলাকার আরো দুই অভিযুক্তের নাম অবৈধ অস্ত্র রাখার ক্ষেত্রে জানতে পেরেছে পুলিশ। সেই মামলার রেস ধরেই গত ১৩ তারিখ দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তরা হল পলাশ পাল এবং রাজকুমার দেবনাথ। তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার পর রাজকুমার জানায় তার বাড়িতে একটি পিস্তল লুকিয়ে রেখেছে সে। সেই মোতাবেক শনিবার মোহনপুরের এসডিপিও সব্যসাচী দেবনাথ, সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি তার বাড়িতে অভিযান চালায় । উদ্ধার করা হয়েছে একটি পিস্তল। যদিও তার ভেতর কোন গুলি ছিল না বলে জানিয়েছেন এসডিপিও সব্যসাচী দেবনাথ। ইতিমধ্যেই অভিযুক্তদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা গ্রহণ করা হয়েছে। অবৈধ অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আর কে কে জড়িত রয়েছে এই বিষয়টিও খুঁজে বার করার চেষ্টা করছে শিথাই থানার পুলিশ।

You may also like

Leave a Comment