শান্তিরবাজার প্রতিনিধি :শান্তির বাজার মহকুমাবাসী বিগত বাম আমলে বিভিন্ন পরিষেবাথেকে বঞ্চীত হয়েছে। বর্তমান সময়ে শান্তির বাজার মহকুমার দুইবিধানসভা কেন্দ্রর জনপ্রীয় বিধায়ক প্রমোদ রিয়াং ও শুক্লাচরন নোয়াতিয়ার উদ্দ্যোগে শান্তির বাজার মহকুমার বিভিন্ন দিকদিয়ে উন্নয়নহচ্ছে। বিগত বাম আমলে বামনেতা বাদল চৌঁধুরীর জন্য শান্তির বাজারের বিভিন্ন উন্নয়নের দিকদিয়ে পিছিয়েছিলো। যারমধ্যে রেল পরিষেবায় পিছিয়েরয়েছে শান্তির বাজার মহকুমায়। রাজ্যে বামেদের অপশাসন থেকে শান্তির বাজার মহকুমাবাসী মুক্তি পাবার পর বিধায়ক প্রমোদ রিয়াং এর প্রচেষ্টায় পূর্ত দপ্তরের উদ্দ্যোগে শান্তির বাজার থেকে শান্তিকলোনী রেল ষ্টেশনে যাতায়তের জন্য নতুনকরে রাস্তা নির্মান করাহয়। বর্তমানসময়ে রাজ্যসরকার ও কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টায় সাব্রুম পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা রেল পরিষেবা শুরুহচ্ছে। কিন্তু দেখাযায় শান্তির বাজার মহকুমাবাসী এই রেল পরিষেবা থেকে বঞ্চীত থাকবে। শান্তির বাজার রেলষ্টেশনে কাঞ্চনজঙ্ঘা রেলের কোনোপ্রকার স্টপেজ নেই। তাই শান্তির বাজার মহকুমাবাসী চাইছে এই পরিষেবা যেন শান্তির বাজার মহকুমাবাসীকে প্রদানকরাহোক। সকলে আশাবাদী বিধায়ক প্রমোদ রিয়াং ও মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়ার উদ্দ্যোগে শান্তির বাজার মহকুমাবাসী রেল পরিষেবা পাবে। এইদিকে তাকিয়েআছে শান্তির বাজার মহকুমাবাসী।
কাঞ্চনজঙ্ঘা রেল পরিষেবা থেকে বঞ্চীত শান্তির বাজার মহকুমাবাসী চাইছেন রাজ্য সরকারের সহযোগিতা।
by admin
written by admin
188