প্রতিনিধি, বিশালগড় , ১৫ জুন।। রাজন্য স্মৃতি বিজরিত ঐতিহ্যবাহী কমলাসাগর কসবেশ্বরী কালী মন্দিরে পুণ্যার্থীদের জন্য অন্ন প্রসাদের বন্দোবস্ত করা হয়েছে। রবিবার থেকে এই প্রসাদ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনেই প্রসাদ গ্রহণ করেছে কয়েকশত ভক্ত। প্রতিদিন বেলা দুই টায় পুণ্যার্থীদের মধ্যে অন্ন প্রসাদ বিতরণ করা হবে। স্থানীয় বিধায়ক অন্তরা সরকার দেবের উদ্যোগে এই প্রসাদ বিতরণ কার্যক্রম চালু হয়েছে। রাজধানীর কয়েকজন ব্যবসায়ী এ কাজে সহযোগিতার হাত বাড়িয়েছে। রবিবার প্রথম দিনের প্রসাদ বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করেন বিধায়ক অন্তরা সরকার দেব। তিনি জানান প্রতিদিন দুপুরে প্রসাদ বিতরণ করা হবে। ঐতিহ্যবাহী কসবেশ্বরী কালী মন্দিরে প্রতিদিন হাজারো পুন্যার্থীর সমাগম ঘটে। দেশের বিভিন্ন রাজ্য এমনকি বিদেশ থেকেও মায়ের মন্দিরে পূজা দিতে আসেন ভক্তরা। ভক্তরা উপোস করে মায়ের মন্দিরে পুজো দিতে আসেন। কিন্তু পূজার পরে তাদের প্রসাদ গ্রহণের সুযোগ ছিল না। বাইরের হোটেল গুলোতে নিরামিষ ভোজনের ব্যবস্থা নেই। তাই ভক্তরা পূজা সেরে কষ্ট ভোগ করতেন। তাই ভক্তদের কথা চিন্তা করে প্রতিদিন অন্ন প্রসাদ বিতরণের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে কয়েকশো পুণ্যার্থী প্রসাদ গ্রহণ করেন। ভক্তরা এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তবে বেলা ১২ টায় প্রসাদ বিতরণের প্রস্তাব রেখেছেন অনেক ভক্ত।
142
previous post