Home » মনু বন দপ্তরের জায়গা দখল মুক্ত করার দাবিতে এলাকাবাসীর রাস্তা অবরোধ

মনু বন দপ্তরের জায়গা দখল মুক্ত করার দাবিতে এলাকাবাসীর রাস্তা অবরোধ

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ১৬ জুন:- ধলাই জেলা লংতরাইভ্যালি মনু বনদপ্তরের সামনে বনদপ্তরের জায়গা দখল মুক্ত করার দাবিতে রবিবার এলাকাবাসীরা রাস্তা অবরোধ করে। এদিন মনু রাবার বাগান এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধে বসে এলাকার লোকজনরা। এলাকাবাসীদের অভিযোগ বাংলাদেশ থেকে অবৈধভাবে আশা লোকজনরা লংতরাইভ্যালি ছামনু বিভিন্ন জায়গায় সরকারী জায়গা দখল করে বসে আছে। এলাকাবাসীদের দাবি তাদের যদি এই জায়গা থেকে তুলে দেওয়া না হয় তাহলে তারাও সরকারি জমির দখল করে বসে থাকবে। না হলে তাদের সরকারিভাবে জমি প্রদান করতে হবে। অবরোধকারীরা আরো জানান তারা ত্রিপুরার বাসিন্দা হয়েও আজ পর্যন্ত তাদের নিজস্ব কোন জায়গা নেই। এদিন রাস্তা অবরোধের ফলে রাস্তার দুই পাশে অসংখ্য যান বাহন আটকে পড়ে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ডিসিএম সহ আরক্ষা প্রশাসনের কর্মকর্তারা। আধিকারিকরা অবরোধকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনায় বসেও কোন সমাধান সূত্র বের করতে পারেনি। শেষে সরকারী জায়গা দখলমুক্ত করা হবে বলে অবরোধকারীদের প্রতিশ্রুতি দিলে অবরোধকারীরা রাস্তা অবরোধ তুলে নেয়।

You may also like

Leave a Comment