ধর্মনগর প্রতিনিধি।
সোমবার সন্ধ্যায় ধর্মনগরের হাসপাতাল রোডে মাই ছোটা স্কুল এর শুভ দ্বার উদঘাটন হয়। ধর্মনগরে এই বিদ্যালয়টি নর্থ পয়েন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের আওতাধীন। এর শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন নর্থ পয়েন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের সম্পাদক দেবময় ভট্টাচার্য সহ-সভাপতি দেবব্রত ভট্টাচার্য কোষাধ্যক্ষ রাহুল ব্যানার্জি এবং নর্থ পয়েন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ শশাঙ্ক শেখর দাস। এই বিদ্যালয়ের বিশেষত্ব হচ্ছে তিন বছরের উপর কচিকাঁচা ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে তাদের খেলার ছলে পড়াশোনা শুরু করবে। এ বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকারা কচিকাঁচাদের পড়াশোনার জন্য কোন ধরনের চাপ প্রদান করবে না সাধারণভাবে খেলতে খেলতে খেলার ছলে এদেরকে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রদান করতে হবে। যখন তিন বছর হয় ৬ বছর পার হবে তখন এরা প্রকৃতপক্ষে বিদ্যালয়ের গণ্ডিতে পদার্পণ করবে। তখন আর তাদের পড়াশোনার জন্য যেসব জিনিস দরকার তা আর আলাদা করে কিছুই শেখতে হবে না কারণ তারা খেলার ছলে সবই শিখে যাবে। এখানে বাচ্চাদের জন্য কোন হোমওয়ার্কের ব্যবস্থা থাকবে না যা তুলে পড়ানো হবে তাই এরা খেলার ছলে শিখবে বাড়িতে গিয়ে কিছুই আলাদা করে শেখার মত থাকবে না। শিশু জীবনটা যে খেলাধুলায় প্রধান অঙ্গ তা এখানে যেসব ছেলে মেয়েরা ভর্তি হবে তারা উপলব্ধি করতে পারবে। তাদেরকে এই নতুন পদ্ধতিতে শিক্ষাদানের জন্য বেশ কিছু শিক্ষক শিক্ষিকাকে বহিরাজ্যে পাঠিয়ে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করে এখানে এনে তাদেরকে শিক্ষা প্রদানের জন্য রাখা হয়েছে। একটা চারদিকে খোলামেলা উজ্জল পরিবেশে মন খোলা অবস্থায় শিশু বয়সকে উপলব্ধি করতে পারা হচ্ছে এই নতুন শিক্ষাদানের পদ্ধতি মূল উদ্দেশ্য। এখন থেকে শিক্ষা আর কোন ধরনের বোঝা নয় মনের খোরাক হচ্ছে শিক্ষা পায় বুঝানোর জন্য এই ধরনের নতুন শিক্ষা ব্যবস্থার পদার্পণ করা হলো ধর্মনগর পুরো পরিষদ এলাকায়।
ধর্মনগরে নর্থ পয়েন্ট বিদ্যালয়ের অধীনে মাই ছোটা স্কুল উদ্বোধন হলো এক আরম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে।
131