প্রতিনিধি, উদয়পুর :-
রাতের অন্ধকারে এক মৎস্য ব্যবসায়ীর পুকুরের জলে বিষ ঢেলে দেয় দুষ্কৃতিকারীরা। ঘটনা মাতাবাড়ি চন্দ্রপুর ইন্দিরানগর গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে । ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দুপুরেও সমস্ত মাছ পুকুরের জলে ভালো অবস্থায় ছিল মাছের খাবার দেওয়ার সময়। কিন্তু শুক্রবার সকালে মৎস্য ব্যবসায়ী ভানু চন্দ্র দে জানান , ঘুম থেকে উঠে পুকুরের পারে তিনি যান মাছের খাবার দেওয়ার জন্য । কিন্তু তিনি দেখতে পান সমস্ত মাছ পুকুরের জলের উপর ভেসে আসছে । কেন এই রকম ঘটনা ঘটে চলেছে তা বুঝে উঠতে পাচ্ছে না ভানু চন্দ্র দে । তিনি জানান ৬০ থেকে ৭০ কেজি ভিন্ন ধরনের বড় মাছের চাষ করা হচ্ছিল এই পুকুরে । একমাত্র উপার্জনের সম্বল ছিল এই পুকুরের মাছগুলি। ভানু বাবুর স্ত্রী জানান , বেসরকারি ব্যাংক থেকে ২ লক্ষ টাকা লোন নেওয়া হয়েছে মাছের চাষ করার জন্য। এই বছর চৈত্র মাসে সেই মাছগুলি বিক্রি করে দুই লক্ষ টাকা লোন পরিশোধ করার ভাবনা-চিন্তা ছিল। কিন্তু বর্তমানে এই ধরনের ঘটনা ঘটে যাওয়ার ফলে কিভাবে লোনের টাকা পরিশোধ করবেন তা বুঝে উঠতে পারছেনা পরিবারের সকল সদস্যরা। এই ঘটনায় কান্নায় ভেঙে পড়ে ভানুবাবুর স্ত্রী। কেন দুষ্কৃতিকারীরা রাতের অন্ধকারে ভানু দে-র পুকুরের জলে বিষ ঢেলে দিয়েছে এই নিয়েই ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা চন্দ্রপুর জুড়ে ।