রাজ্যজুড়ে নেশার বিরুদ্ধে পুলিশি অভিযান অপারেশন সঞ্জীবনি জারি রয়েছে । পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্য পুলিশ বাজেযাপ্ত করছে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী। জালে তুলছে নেশা সাম্রাজ্যের চাইদের। একদিকে রাজ্য থেকে বহি:রাজ্যে পাচার হচ্ছে গাঁজা। অপরদিকে রাজ্যে আমদানি হচ্ছে বিপুল পরিমাণ ব্রাউন সুগার, এসকফ সিরাপ এবং নেশার ট্যাবলেট। পুলিশের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও কোনভাবেই নেশা সামগ্রী বিক্রির উপর হ্রাস টানা যাচ্ছে না। গোপন সংবাদ এর ভিত্তিতে শুক্রবার বাইজাল বাড়ি ফাঁড়ির অন্তর্গত খোয়াই আগরতলা ভায়া হাজামারা সড়কের বেলফাঙ এলাকায় বহি :রাজ্যের এক লড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল খোয়াই থানার পুলিশ। সাথে লড়ির চালক ও সহ চালককে গ্রেফতার করা হয়।লরির চাকার ভেতর মজুদ ছিল গাজা ভর্তি প্যাকেটগুলো। পুলিশ গাড়িতে তল্লাশি চালিয়ে ১১৭ প্যাকেটে মোট ১৫১ কেজি ৫০০ গ্রাম গাজা বাজেয়াপ্ত করে। যার বাজার মূল্য প্রায় ৬০ লক্ষ টাকা। ঘটনার বিবরণ দিয়ে খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার জানান আজ সকালে বাইজাল বাড়ি ফাঁড়িতে গোপন সূত্রে খবর আসে বহি :রাজ্যের একটি লড়ি যাতে একটি ভূঁয়ো নম্বর প্লেট লাগানো JK-02-QZAR-3044. তাতে করে প্রচুর পরিমাণ গাঁজা বহি : রাজ্যে নিয়ে যাওয়া হচ্ছে। খবর মোতাবেক পুলিশ গাড়িটিকে আটক করার জন্য রাস্তায় উৎপেতে থাকে। যথা সময় গাড়িটি সেখানে এসে উপস্থিত হয়। পরে পুলিশ গাড়িটিকে আটক করে তাতে তল্লাশি চালায় এবং প্রচুর পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করে। পাশাপাশি গাড়ি চালক রবি কুমার। এবং সহ চালক চন্দর পাসওয়ান কে গ্রেপ্তার করা হয়। রবি কুমারের বাড়ি হিমাচল প্রদেশ এবং চন্দর পাসওয়ান এর বাড়ি বিহার রাজ্যে। এদিনের অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ সুপার প্রবীর পাল, খোয়াই থানার ওসি সুবীর মালাকার, বাইজাল বাড়ী ফাঁড়ির ওসি রিপন উচই সহ সিআরপিএফ এবং পুলিশের বিশাল বাহিনী। ধৃতদের বিরুদ্ধে খোয়াই থানার পুলিশ এন ডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। আগামীকাল তাঁদের আদালতে প্রেরণ করা হবে।
111
previous post
অর্থমন্ত্রী ছয়টি সিসি রোডের উদ্বোধন করলেন উদয়পুরে
next post