প্রতিনিধি, বিশালগড়,।। বিশালগড়ের নবনির্বাচিত বিধায়ক সুশান্ত দেব একের পর এক অভিনব ভাবনার প্রতিফলন ঘটিয়ে সকলের মন জয় করে নিচ্ছেন। আজকের ছাত্ররা বিশালগড়ের ভবিষ্যৎ নির্মাণের কারিগর। তারা উত্তরসূরী। তারাই একদিন বিশালগড়ের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পরিমন্ডলে স্থান করে নেবে। তাই এই নবপ্রজন্মকে সংবর্ধিত করে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন বিধায়ক সুশান্ত দেব। বুধবার বিশালগড় টাউন হলে এবছরের বিশালগড় বিধানসভার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরিক্ষায় উত্তীর্ণ সকল ছাত্র ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন করেন বিধায়ক সুশান্ত দেব। অনুষ্ঠানের পোশাকি নাম উত্তরসূরী সম্মাননা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, রাজ্যের বিশিষ্ট সমাজসেবক তথা বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিশালগড় মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, বিশিষ্ট শিক্ষাবিদ অভিজিৎ ভট্টাচার্য, বিদ্যালয় পরিদর্শক প্রদীপ দেববর্মা প্রমুখ। এদিন প্রায় দেড় হাজার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উর্তীণ ছাত্র ছাত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। বিধায়ক সুশান্ত দেব বলেন ভবিষ্যৎ জীবনে যে যেখানেই কাজ করোনা কেন, বিশালগড়কে ভুলে গেলে চলবে না।জন্মভিটা বিশালগড়ের সার্বিক কল্যাণে কাজ করতে হবে। শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই চলবে না। একজন সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এই অভিনব উদ্যোগ গ্রহণ করায় বিধায়ক সুশান্ত দেব কে অসংখ্য ধন্যবাদ জানান। তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের ছাত্র যুব সমাজকে নিয়ে নতুন ভারত গড়ার স্বপ্ন দেখে। শ্রেষ্ঠ বিশালগড় শ্রেষ্ঠ রাজ্য এবং শ্রেষ্ঠ ভারত গড়তে আজকের ছাত্র যুব সমাজকে গুরুদায়িত্ব পালন করতে হবে। শিক্ষাবিদ অভিজিৎ ভট্টাচার্য বলেন লক্ষ স্থির করে নিতে হবে। লক্ষ স্থির করতে পারলে যে কোন বাধা অতিক্রম করে লক্ষ্যে পৌঁছাতে পারবে।
149