Home » ঝর বৃষ্টির মধ্যে হঠাৎই বজ্রপাত ঘটে। তাতে গুরুতর আহত হয় কৃষক খোকন মালাকার

ঝর বৃষ্টির মধ্যে হঠাৎই বজ্রপাত ঘটে। তাতে গুরুতর আহত হয় কৃষক খোকন মালাকার

by admin

প্রতিনিধি তেলিয়ামুড়া।তীব্র দাবদাহের পর ঝরোবৃষ্টিতে এবার যেমন সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষকদের মধ্যে যেমন স্বস্তির নিঃশ্বাস দিয়েছে তেমনি দুঃসংবাদ নিয়ে এলো কৃষকের ঘরে। আজ দুপুর নাগাদ তেলিয়ামুড়ায় এক পশলা বৃষ্টি সঙ্গে সামান্য ঝড় ও বয়ে যায়। বৃষ্টির সময় তেলিয়ামুড়া থানা এলাকার লেম্বুছড়াতে অন্যান্য দিনের মতনই নিদ জমিতে কৃষি কাজ করছিলেন বয়স ৬৫ এর কৃষক খোকন মালাকার। ঝর বৃষ্টির মধ্যে হঠাৎই বজ্রপাত ঘটে। তাতে গুরুতর আহত হয় কৃষক খোকন মালাকার। অন্যান্যরা দেখতে পেয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে। এ খবর ছড়িয়ে পড়তেই এলাকাতে শোকের ছায়া নেমে আসে।
এদিকে আজকের বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় উড়ে গেছে বেশ কিছু বাড়িঘর। এমনই হৃদয়বিদারক খবর এসেছে মুন্ডিয়াকামি ব্লক এলাকার পূর্ব লক্ষীপুর এডিসি ভিলেজ থেকে। ভিলেজ এর এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামাচরণ দেববর্মার মাথা গোজার একমাত্র বাসস্থানটি ঝড়ো হাওয়ায় ভেঙ্গে তছনছ হয়ে গেছে। এ ধরনের অনেক ঘটনারই খবর আসতে শুরু করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি এখন সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে।

You may also like

Leave a Comment