Home » সাংবাদিক শ্যামসুন্দর দত্তের প্রয়াত বাবা সত্যরঞ্জন দত্তের সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রবিবার মকোরসংক্রান্তি দিনে উদয়পুর বালক শিশু নিকেতনের অনাথ শিশু ও বালকদের মধ্যে পঠন পাঠন সামগ্রী ও খাদ্য সামগ্রী প্রদান করা হয় l

সাংবাদিক শ্যামসুন্দর দত্তের প্রয়াত বাবা সত্যরঞ্জন দত্তের সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রবিবার মকোরসংক্রান্তি দিনে উদয়পুর বালক শিশু নিকেতনের অনাথ শিশু ও বালকদের মধ্যে পঠন পাঠন সামগ্রী ও খাদ্য সামগ্রী প্রদান করা হয় l

by admin

উদয়পুর প্রতিনিধি, ১৫ জানুয়ারী : সাংবাদিক শ্যামসুন্দর দত্তের প্রয়াত বাবা সত্যরঞ্জন দত্তের সপ্তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে রবিবার মকোরসংক্রান্তি দিনে উদয়পুর বালক শিশু নিকেতনের অনাথ শিশু ও বালকদের মধ্যে পঠন পাঠন সামগ্রী ও খাদ্য সামগ্রী প্রদান করা হয় l রবিবার বিকেলে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে অনাথ বালকদের সঙ্গে এক মত বিনিময় সভা হয় l অনাথ বালকদের মানসিক ও সামাজিক ও শিক্ষাগত বিষয় নিয়ে আলোচনা করা হয় l সমাজে প্রতিষ্ঠিত ও প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে কি কি ভাবে নিজেকে প্রস্তুতি নিতে হয় সেই বিষয়ে আলোকপাত করেন সাংবাদিক শ্যামসুন্দর দত্ত, পরিবারের সদস্যা শিক্ষিকা মোনালিসা পোদ্দার, প্রয়াত সত্যেরঞ্জন দত্তের সোহধর্মিনী ছায়া রানী দত্ত ও কনিষ্ঠ পুত্র প্রণব দত্ত প্রমূখ l অনাথ বালকদের প্রত্যেকের পঠন পাঠনের বিষয়েও খোঁজ খবর নেয় দত্ত পরিবার l এই অনুষ্ঠানে খিলপাড়া বালক শিশু নিকেতনের সুপার ডেনিয়েল জমাতিয়া, সুনীল দাস,সাংবাদিক সানি আলম ও উত্তম পাল সহ প্রয়াত সত্য রঞ্জন দত্তের পরিবার ৩১ জন অনাথ বালকদের হাতে পঠন পাঠন সামগ্রী ও খাদ্য সামগ্রী তুলে দেয় l উল্লেখ্য, আজ থেকে সাত বছর আগে ২০১৬ সালে এমনই মকর সংক্রান্তি দিনে সাংবাদিক শ্যামসুন্দর দত্তের পিতা সত্যরঞ্জন দত্ত বার্ধক্যজনীত কারণে প্রয়াত হন l তিনি ছিলেন এক প্রকার পরোপকারী l আধ্যার্তিক জগতের মানুষ l উনার উদ্যোগে উদয়পুর মহকুমার গর্জি বাজারে প্রথম হরিনাম সংকীর্তন উৎসব, দূর্গা পূজা ও যাত্রা পালা শুরু হয় l বিভিন্ন যাত্রা পালাতে তিনি কুশিলবের ভূমিকায় ছিলেন l

You may also like

Leave a Comment