Home » উদয়পুর জেলা দায়রা আদালতের বাউন্ডারির পাশে গ্ৰেনেড উদ্ধার

উদয়পুর জেলা দায়রা আদালতের বাউন্ডারির পাশে গ্ৰেনেড উদ্ধার

by admin

উদয়পুর প্রতিনিধি

বৃহস্পতিবার সন্ধ্যা রাতে উদয়পুর জেলা দায়রা আদালতের বাউন্ডারির পাশে একটি গ্রেনেড উদ্ধার হয় । ঘটনা বিবরণে জানা যায় , জেলা কারাগারের রাস্তা ও জেলা আদালতের বাউন্ডারির পাশেই মাটির স্তুপের উপরে গ্রেনেডটি পড়ে থাকতে দেখে কয়েকজন লোক । পরবর্তী সময় এই বিষয়টি রাধা কিশোরপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে । পরবর্তী সময়েই জেলার পুলিশ সুপার অজিত প্রতাপ সিং ঘটনার খবর পেয়ে ছুটে আসে গ্রেনেড উদ্ধার হওয়া স্থানে । কথা বলেন মহকুমা পুলিশ আধিকারিক ও রাধা কিশোরপুর থানার ওসির বাবুল দাসের সাথে । পরবর্তী সময় জেলা পুলিশ সুপারের নির্দেশ অনুসারে গ্রেনেড উদ্ধার হওয়া জায়গাটি সিল করে দেয় পুলিশ । এই ঘটনার খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে । সূত্রের খবর , বোম স্কোয়াড গ্রেনেডটিকে উদ্ধার করে নিস্তেজ করবে বলে জানা যায় । পুলিশ সূত্রে খবর উদ্ধারকৃত গ্ৰেনেডটিকে শহর এলাকা থেকে অনেকটা দূর মহারানীতে নিয়ে গিয়ে সেখানে সেটিকে নিস্তেজ করা হবে বলে জানা গিয়েছে ।

You may also like

Leave a Comment