প্রতিনিধি, বিশালগড়, ১৫ ডিসেম্বর।। চড়িলাম পঞ্চায়েত সমিতির উদ্যোগে পঞ্চদশ অর্থ কমিশনের তহবিলে জল সংরক্ষণের সিনট্যাক্স বিতরণ করা হয়। বৃহস্পতিবার উত্তর ব্রজপুর গ্রাম পঞ্চায়েতের ৭৭ জন বেনিফিসিয়ারির হাতে সিনটেক্স তুলে দেন উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন। উত্তর ব্রজপুর উচ্চ বিদ্যালয় মাঠে সিনট্যাক্স বিতরণ অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম প্রধান মনি দেবনাথ। উপমুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন ভাষণে বলেন পঞ্চায়েত সমিতির এই উদ্যোগ প্রশংসনীয়। আজ ৭৭ জন বিনিফিসারীদের হাতে জল সংরক্ষণের জন্য সিনট্যাক্স তোলে দেওয়া হয়েছে । আগামী দিনে অন্যান্য পঞ্চায়েতেও এই ড্রাম বিতরণ করা হবে।সিনট্যাক্স হাতে পেয়ে খুশি সুবিধাভোগীরা। গ্রামের ঘরে ঘরে জল পৌঁছে গিয়েছে। কিন্তু জল সংরক্ষণের ব্যাবস্থা ছিল না। এবার পঞ্চায়েত সমিতির বদান্যতায় জল সংরক্ষণের বন্দোবস্ত হয়েছে তাদের।
119
previous post