Home » শান্তিরবাজার বাজার: কৃষকদের পাশে বকাফা কৃষি দপ্তর বেড়েছে ধান উৎপাদন আগের চেয়ে।

শান্তিরবাজার বাজার: কৃষকদের পাশে বকাফা কৃষি দপ্তর বেড়েছে ধান উৎপাদন আগের চেয়ে।

by admin

শান্তিরবাজার বাজার: কৃষকদের পাশে বকাফা কৃষি দপ্তর বেড়েছে ধান উৎপাদন আগের চেয়ে।
বগাফা কৃষিদপ্তরের উদ্দ্যোগে আজথেকে শুরু হলো সরকারী ভাবে ধানক্রয়ের কাজ।

রাজ্য সরকার চাইছে কৃষকদের আয় দ্বীগুন করতে। রাজ্যসরকারের এই উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে প্রতিনিয়ত কাজ করেযাচ্ছে বগাফা কৃষিদপ্তর। রাজ্যসরকার কৃষকদের স্বার্থে কৃষকদের কাছ থেকে সরকারি মূল্যে ধান ক্রয় করছে। এই ধান ক্রয়ের জন্য বগাফা কৃষি দপ্তর ও শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ের খাদ্যদপ্তরের যৌথ উদ্দ্যোগে বেতাগা বাজার এলাকায় আজ থেকে শুরু হলো ধান ক্রয়ের কাজ। বৃহস্পতিবার প্রথমদিনে ধানক্রয়ের কাজের বিভিন্ন দিকগুলো পরিদর্শন করলেন বগাফা কৃষিদপ্তরের তত্বাবধায়ক সুজিতকুমার দাস। তিনি আজকের এই পরিদর্শনে সংবাদমাধ্যমের সন্মুখিন হয়ে জানান বিগতবছর বগাফা কৃষিদপ্তরের অধীনে কৃষকদের কাছথেকে মোট ৪ হাজার এম টি ধান ক্রয় করাহয়েছে। এইবছর ধানক্রয়ের পরিমান বৃদ্ধীকরে ৬ হাজার এম টি ক্রয় করার সিদ্ধান্ত নেওয়াহয়েছে। এর জন্য বেতাগায় ২৭ দিন ধান ক্রয়করাহবে ও পরবর্তীসময় জোলাইবাড়ীতে ১৭ দিন ধানক্রয় করাহবে। এরজন্য প্রতিদিন ১৫০ এম টি ধান ক্রয়করাহবে। সুজিত কুমার দাস জানান বিগত বছরে কৃষকদের কাছথেকে প্রতিকেজি ধান ১৯ টাকা ৪০ পয়সা করে ধানক্রয় করেছে যা এইবছর বৃদ্ধীকরে ২০ টাকা ৪০ পয়সা করাহয়েছে। এতেকরে কৃষকরা খোবই উপকৃতহবেন। তত্বাবধায়ক সকল কৃষকদেরকাছে বিশেষ আহব্বান জানান যাতেকরে এই কিছুদিন শান্তিপূর্নভাবে ধানক্রয়ের কাজ সমাপ্তিহয়। কৃষিদপ্তর কতৃক আয়োজিত ধানক্রয় কেন্দ্রে প্রথমদিনে কৃষকদের উপস্থিতিরহারছিলো লক্ষনীয়।

You may also like

Leave a Comment