Home » রোটারি ক্লাব তেলিয়ামুড়া শাখার উদ্যোগে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়

রোটারি ক্লাব তেলিয়ামুড়া শাখার উদ্যোগে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়

by admin

রোটারি ক্লাব তেলিয়ামুড়া শাখার উদ্যোগে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে তেলিয়ামুড়া শহর এবং গ্রামীণ এলাকার যে সমস্ত পরিবারের বয়স্কদের চোখের ছানী জনিত কারনে চোখে দেখতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন এবং প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে ছানী অপারেশন করাতে পারছে না তাদের সম্পুর্ন বিনামূল্যে চোখের ছানির পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। এই শিবির কে সফল করতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কো অপারেটিভ সোসাইটি ও। এই উদ্যেশ্যে রোটারি ক্লাবের উদ্যোগে এবং তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং সোসাইটির সহযোগিতায় বুধবার এক স্ক্রিনিং কেম্পের আয়োজন করাহয়। সোসাইটির হলঘরে বুধবার সকাল ১১ টায় এই স্ক্রিনিং কেম্প অনুষ্ঠিত হয়। উক্ত স্ক্রিনিং কেম্পে উপস্থিত ছিলে তেলিয়ামুড়া রোটারি ক্লাবের সম্পাদক গৌতম দে, কোষাদ্দক্ষ প্রিতম ঘোষ, তেলিয়ামুড়া কো অপারেটিভ সোসাইটির মেনেজার সমির ভট্টাচার্য, রাজধানীর আই জি এক হাসপাতালের ডঃ আব্দুল অয়াহিদ সহ অন্যান্যরা। এদিন প্রায় ৬০ জনের চোকের ছানী অপারেশন করানোর জন্য স্ক্রিনিং করানো হয়। এদের মধ্যে প্রাথমিক অবস্থায় ১০ জনকে আগরতলা নিয়ে বিনামূল্যে চোখের অপারেশন করানো হবে এবং পরবর্তীতে বাকীদের জন্যও অনু রপ ব্যবস্থা নেওয়া হবে ধাপে ধাপে বলে জানান রোটারি ক্লাবের সদস্যরা।

You may also like

Leave a Comment