প্রতিনিধি, উদয়পুর :-বুধবার সকাল ১১ টায় উদয়পুর টেপানিয়া কৃষি মহকুমার উদ্যোগে রাজারবাগ এলাকায় চারা গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন আরবান হর্টিকালচার প্রকল্পের আওতায় মোট ৩৫০ জন বেনি ফিসারিদের মধ্যে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার । এছাড়া ছিলেন , পৌর পরিষদের সহকারী চেয়ারম্যান প্রদীপ দেবনাথ , বাগমা এগ্রি সেক্টরের অফিসার ইন্দ্রানী চক্রবর্তী এবং টেপানিয়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত সহ প্রমূখ । এদিন চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌর চেয়ারম্যান শ্রী মজুমদার বলেন , ত্রিপুরা একটি কৃষিপ্রধান রাজ্য। এখানকার অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। ত্রিপুরার মোট জমির প্রায় ২৭% কৃষির উপযোগী। টেপানিয়া কৃষি মহকুমা এআরসি আলুর ফলন থেকে শুরু করে ধান উৎপাদন এবং বিভিন্ন কৃষিজ ফসল উৎপাদনে এগিয়ে রয়েছে অন্যান্য মহকুমা থেকে। ত্রিপুরার একমাত্র উদয়পুর মহকুমার টেপানিয়া কৃষি মহকুমা মহিলা পরিচালিত। যা বর্তমান সরকারের সময়কালে একমাত্র মহকুমা গোটা রাজ্যের মধ্যে নজির সৃষ্টি করেছে। যার প্রথম কৃষি তত্ত্বাবধায়ক হিসেবে রয়েছেন অর্পিতা দত্ত। তার সময়কালে একদিকে যখন কৃষকরা স্বাবলম্বী হয়ে উঠেছে । অন্যদিকে টেপানিয়া এগিয়েছে শস্যে উৎপাদনে।আজকের দিনে দাঁড়িয়ে চারা বিতরণ কর্মসূচিতে উপকারভোগীদের হাতে অ্যাভোকাডো, আম্রপল্লী , পেয়ারা এবং আপেল বের এর চারা গাছ তুলে দেওয়া হয় । গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় কৃষকদের মধ্যে একটি বিশেষ উৎসাহ ও উদ্দীপনা পরিবেশ সৃষ্টি করে।
5
previous post