Home » তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গুরু পূর্ণিমা উৎসব কৈলাসহরে

তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে গুরু পূর্ণিমা উৎসব কৈলাসহরে

by admin

প্রতিনিধি কৈলাসহর:-ঊনকোটি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে ঊনকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হয়েছে গুরু পূর্ণিমা উৎসব।১৪ই জুলাই আয়োজিত এই বর্ণময় অনুষ্ঠানে অবিভক্ত উত্তর জেলার গুণী ব্যক্তিদের সম্মানিত করা হয়।আজীবন যারা শিক্ষাব্রতী ছিলেন, যাদের শিক্ষার আলোয় হাজারো ছাত্রছাত্রী আলোকিত হয়েছেন সেই সকল গুণী ব্যক্তিত্বদের সম্মানিত করা হয়।যে ৭ জনকে সম্মানিত করা হয়েছে কমলপুর কলাছড়া হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক এবং তিলকপুর স্থিত গায়ত্রী পরিবারের অধ্যক্ষ চন্দ্রকান্ত সিনহা,শ্রীনাথপুর হাইয়ার সেকেন্ডারি স্কুল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক বিধুভূষন দাস,ধর্মনগর গোবিন্দপুর সিনিয়র বেসিক স্কুল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক রামকৃষ্ণ দাস,পেচারথল দ্বাদশমান বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক রঞ্জিত দেব, ফটিকরায় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের সহ-শিক্ষক চন্দ্রকান্ত সিনহা,ভগিনী নিবেদিতা দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল সমীরণ মালাকার এবং কমলপুর থেকে আগত ভাগবত প্রবাচক ও গীতা পাঠক কমল দুবেকে সম্মানিত করা হয়।গুরু গম্ভীর এই অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্জ্বননের মধ্য দিয়ে।উদ্বোধক হিসেবে ছিলেন জেলা সভাধিপতি অমলেন্দু দাস এবং সভাপতিত্ব করেন চেয়ারপার্সন চপলা দেবরায়। এছাড়া উপস্থিত ছিলেন জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত ক্লিকদার ও জেলা পরিষদ সদস্য বিমল কর। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ অধিকর্তা বিশ্বজিৎ দেব। আমন্ত্রিত গুরুদের স্মারক সম্মাননা সহ অন্যান্য উপহার তুলে দেওয়া হয়েছে।উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment