বক্সনগর প্রতিনিধি:- ২০২৫ সালের সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মাধ্যমিক পরীক্ষার্থীদের ফলাফল ঘোষণা করেছেন গতকাল দুপুর নাগাদ। বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত মানিক্যনগর গ্রাম পঞ্চায়েতের অধীনে,পূর্ব পাড়ার মধ্যবিত্ত পরিবারের এক ছেলে সিপাহী জলা জেলার সেরা দশে স্থান দখল করে নিয়েছে, তার নাম দেবজিৎ দাস, মোট পরীক্ষা নম্বর ছিল ৫০০ , সে পেয়েছে ৪৭৮ নম্বর। বিশালগড় ইংলিশ মিডিয়াম হায়ার সেকেন্ডারি স্কুল হইতে পরীক্ষায় বসে ছিল। শতকরা হিসেবে 95.6%. সে ইংরেজিতে পেয়েছে ৯৮, বাংলা পেয়েছি ৯৬, অংকে পেয়েছে ৯৭, বিজ্ঞানের ৯০ সোশ্যাল সায়েন্সে ৯৫ । দেবজিৎ দাস শৈশব জীবনেই খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হিসেবে গ্রামের স্কুলগুলি থেকে উঠে এসেছে। তার পিতা উজ্জ্বল দাস, দক্ষিণ কলম চৌড়ার বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয় ছোটখাটো জবে নিয়োজিত। মাতা মামন দাস গৃহিণী। ছেলেকে কোলে পিঠে করে মানুষের মত মানুষ হবার স্বপ্ন গুনছেন। দেবজিৎ দাসের গৃহ শিক্ষক ছিল ৮ জন। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১২-১৪ ঘন্টা পড়াশোনা করতেন। পিতা মাতা এবং দাদু আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশী সবাই দেবজিতের ফলাফলে খুশি। দেবজিৎ সাংবাদিকদের জানান সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চাই, ইঞ্জিনিয়ার হয়ে সমাজ রাষ্ট্র গঠনে মুখ্য ভূমিকা গ্রহণ করবে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াবে। গোটা বক্সনগর এলাকার মধ্যে সিবিএসসি পরিচালিত বোর্ডে সেরার সেরা। কিন্তু পরিবারটি মধ্যবিত্ত অর্থ সেই রকম নেই টেনে হ্যাস রে পরিবার চালাচ্ছে তার পিতা উজ্জ্বল দাস। সরকার যদি তার পড়াশোনার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করে এবং সুযোগ সুবিধা দেয়,তাহলে ছেলের ইচ্ছে পূরণ করা সম্ভব হবে।
সি বি এস ই, মাধ্যমিক ফলাফলে মানিক্যনগরের কৃতি সন্তান সিপাহীজলা জেলায় সেরা দশের স্থান অর্জন।
by admin
written by admin
118
previous post