38
পহেলা বৈশাখের শুভক্ষনে কৈলাসহর এবং চন্ডিপুর সহ গোটা রাজ্যের মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন মন্ত্রী টিংকু রায়।নতুন বছরের ভোর হোক আশার আলোয় ভরা,হোক শান্তি,প্রগতি ও সৌভ্রাতৃত্বের বার্তাবাহক।বাংলা নববর্ষ আমাদের পরম্পরাগত সংস্কৃতি,ঐতিহ্য ও আত্মপরিচয়ের প্রতীক। এই দিন শুধু নতুন খাতা বা হিসেবের সূচনাই নয়,এটি হৃদয়ের নবীকরণ,সম্পর্কের পুনর্গঠন এবং মানবতার জয়গান।চলুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি এই নতুন বছরে বিভেদ নয়,গড়বো ঐক্যের বন্ধন।শোষণ নয়, গড়বো সহানুভূতিশীল সমাজ।হতাশা নয়,জাগিয়ে তুলবো আশার আলো।আমি বিশ্বাস করি,একত্রে আমরা গড়তে পারি একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত ত্রিপুরা। বাংলা নববর্ষ আমাদের সেই নতুন পথ চলার প্রেরণা জোগাক।শুভ নববর্ষ!
প্রেম,ঐক্য ও মানবিকতার আলোয় আলোকিত হোক আমাদের নতুন বছর।