Home » স্বামী বিবেকানন্দ কলেজে ভোক্তা অধিকার ও নাগরিক সুরক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

স্বামী বিবেকানন্দ কলেজে ভোক্তা অধিকার ও নাগরিক সুরক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

by admin

প্রতিনিধি মোহনপুর :- মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে ভোক্তা অধিকার ও নাগরিক সুরক্ষার বিষয়ে এক দিবসীয় রাজ্যস্তরীয় সেমিনার অনুষ্ঠিত হলো শুক্রবার। এই সেমিনারের শিক্ষার্থীদের ভোক্তা আইন সম্পর্কে অবগত করার পাশাপাশি অন্যান্যদের সচেতন করতে শিক্ষার্থীদের ভূমিকা নিতে দেওয়া হয়েছে পরামর্শ।
মোহনপুরের স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের কনজিউমার ক্লাব এবং বাণিজ্য বিভাগের যৌথ উদ্যোগে ভোক্তা অধিকার ও নাগরিক সুরক্ষার বিষয়ে অনুষ্ঠিত সেমিনারে গ্রাহকদের সার্বিকভাবে সচেতন হওয়ার পরামর্শ দিলেন বিশেষজ্ঞরা। এদিন প্রদীপ প্রজ্বলননের মধ্য দিয়ে এই কর্মসূচি সূচনা করলেন বিচারপতি অরিন্দম লোধ। এদিনের অনুষ্ঠানে মোহনপুরের মহকুমা শাসক সুভাষ দত্ত বলেন প্রতিদিন ভোক্তারা কোন না কোন ভাবে ব্যবসায়ীদের দ্বারা প্রতারিত হচ্ছেন। অথচ আমরা প্রত্যেকটি নাগরিকই একজন ক্রেতা। সমস্ত ব্যবসায়ী যখন তার প্রয়োজনে সামগ্রিক কিনতে যান তখন তিনি ক্রেতা। অথচ এই ক্রেতাই যখন আবার ব্যবসায়ী হন তখন ক্রেতা স্বার্থ সুরক্ষা তিনি ভুলে যান। এই চিন্তা ভাবনার পরিবর্তন করার আহ্বান করেছেন মহকুমা শাসক।
অন্যদিকে বিচারপতি অরিন্দম লোধ বলেন ভারতবর্ষের সমস্ত আইন দেশ স্বাধীন হওয়ার আগে তৈরি হয়েছিল। কিন্তু এক সময় দেশের আইন প্রণেতারা অনুভব করলেন দেশের গ্রাহকদের স্বার্থ রক্ষা করার ক্ষেত্রে একটি আইন দরকার। দেশে আনা হল ভোক্তা অধিকার আইন।তখন থেকেই দেশের সমস্ত রাজ্যের ভোক্তাদের স্বার্থ সুরক্ষা করতে এই আইন বাস্তবায়নে কাজ চলছে। তবে এই আইনের সাফল্য আনার ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন সচেতনতা এবং প্রচার। এই দৃষ্টিভঙ্গিতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। প্রয়োজন সমস্ত শিক্ষার্থী এবং অন্যান্যরা সমস্ত অংশে মানুষের কাছে ভোক্তা অধিকার সম্পর্কিত বিষয় পৌঁছে দেওয়ার। এইদিন প্রশ্নোত্তর পর্বে শ্রী লোধ বলেন কোন গ্রাহক কোন দোকানে গিয়ে প্রতারিত হলে তার ভিডিও রেকর্ড করে, ছবি তুলে অথবা কোন কিছু ছাড়াই কোনজিমার ফোরামে অভিযোগ করতে পারেন। তার জন্য কোন পয়সা লাগে না। অন্যদিকে অনলাইন শপিং করার ক্ষেত্রেও গ্রাহকরা কোনভাবে প্রতারিত হলে সে বিষয়ে অভিযোগ করার বিধান রয়েছে বলে জানিয়েছেন তিনি। রাজ্যের মানুষকে নিজেদের অধিকার রক্ষা করার ক্ষেত্রে আরো বেশি সচেতন এবং দায়িত্বশীল হওয়ার জন্য আহ্বান করেছেন বিচারক অরিন্দম লোধ। এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর হারাধন সাহা সহ অন্যান্যরা।

You may also like

Leave a Comment