প্রতিনিধি , উদয়পুর :-আজ গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন রোগীর আত্নীয় ও অনুষঙ্গীদের নিয়ে এক সাপ্তাহিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সাপ্তাহের আলোচনা সভার বিষয় ছিল হৃদরোগ। আলোচনা করেন হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডাঃ তহিদুল ইসলাম।। তিনি বলেন হার্টই একমাত্র অঙ্গ যেটা মায়ের গর্ভ থেকে মৃত্যু পর্যন্ত প্রতি মুহূর্তে চলতে হয়। এক মুহূর্তের জন্যও বন্ধ হয় না। সুতরাং হার্টের বাড়তি যত্ন নিতেই হবে। কোনটা নিয়মিত শারীরিক পরিশ্রমের কাজ, প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটাচলা এগুলি করতেই হবে। আলোচনার শেষে উপস্থিত চিকিৎসকরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।।
আলোচনায় অংশ নেন গোমতী জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: কমল রিয়াং। এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, এটাকে আরো বেশী মুখ্যধারায় নিয়ে আসা হবে।
হাসপাতালের মেডিসিন বিভাগের নার্সিং অফিসাররাই মূলত আজকের সাপ্তাহিক আলোচনা সভার আয়োজন ও ব্যবস্থা করেন।। উপস্থিত ছিলেন ডাঃ প্রদীপ মল্লিক, ডা: বিশ্বজিৎ পাল, ডা: নিলাদ্রী দেববর্মণ প্রমুখ।
গোমতী জেলা হাসপাতালে রোগীর অনুষঙ্গী দের নিয়ে সাপ্তাহিক আলোচনা
138