Home » এসরায় আল্ট্রা স্মলব্রাঞ্চে সঠিক পরিষেবার দাবিতে তালা দিল গ্রাহকরা

এসরায় আল্ট্রা স্মলব্রাঞ্চে সঠিক পরিষেবার দাবিতে তালা দিল গ্রাহকরা

by admin

 প্রতিনিধি মোহনপুর:- সিমনা বিধানসভার ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এসরাই আল্ট্রা স্মল ব্রাঞ্চে তালা ঝুলাল এলাকার মানুষ। মাত্র একজন কর্মচারী দিয়ে ব্যাংকিং পরিসেবা প্রদানের প্রতিবাদে এই বিক্ষোভ দেখায় স্থানীয় গ্রাহকরা। স্থানীয়দের দাবি একজন কর্মচারীর মাধ্যমে সমস্ত ব্যাংকিং পরিষেবা প্রদান করা সম্ভব নয়। পর্যাপ্ত কর্মচারী প্রদানের দাবি করল গ্রাহকরা।
হেজামারা ব্লকের অন্তর্গত এসরাই বাজারে রয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের আল্ট্রা স্মল ব্রাঞ্চ। এই আল্ট্রাসমল ব্রাঞ্চের উপর ব্যাংকিং পরিসবার জন্য এলাকার বড় অংশের গ্রাহকরা নির্ভর। জানা গেছে এই শাখাতে মাত্র একজন কর্মচারী নিয়োজিত রয়েছেন। ইতিপূর্বে এশা খাতে একাকী কর্মচারী ছিলেন। যারা এলাকার গ্রাহকদের পরিষেবা দিয়ে আসছিলেন। কিন্তু বুধবার থেকে শুধুমাত্র একজন কর্মচারী এই শাখাতে কাজ করছেন। ফলে একজনের পক্ষে সমস্ত কাজ করা সম্ভব হচ্ছে না। এই অবস্থাতে এলাকার গ্রাহকরা ব্যাংকিং পরিষেবা থেকে বঞ্চিত হবেন। স্থানীয়রা আল্ট্রাস্মল ব্রাঞ্চে তালা ঝুলিয়ে দাবি করেন পর্যাপ্ত কর্মচারী প্রদান করার জন্য। পাশাপাশি দাবি করা হয় এই আল্ট্রাস্মল ব্রাঞ্চকে পূর্ণাঙ্গ ব্রাঞ্চ করার জন্য।

You may also like

Leave a Comment