Home » দিব্যাঙ্গ হারাধনের বাড়িতে বিপ্লব

দিব্যাঙ্গ হারাধনের বাড়িতে বিপ্লব

by admin

প্রতিনিধি, বিশালগড়,15 মার্চ।। রাষ্ট্রীয় কার্যকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কার্যকর্তাদের পরামর্শ দিয়েছিলেন সকল ভোটারদের কাছে পৌঁছার জন্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রণাম জানিয়ে আশীর্বাদ নেয়ার জন্য। সেই নীতিতেই কাজ করার জন্য গোলাঘাটিতে সাংগঠনিক বৈঠকে কার্যকর্তাদের পরামর্শ দেন বিজেপির প্রার্থী বিপ্লব কুমার দেব। শুধু ভাষণে সীমাবদ্ধ না থেকে কিভাবে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করতে হয় তা করে দেখিয়েছেন বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার গোলাঘাটিতে সাংগঠনিক বৈঠক শেষে ছুটে যান দিব্যাঙ্গ যুবক হারাধন শীলের বাড়িতে। হারাধন এবং তার পরিবারের সঙ্গে মতবিনিময় করেন বিপ্লব কুমার দেব। সরকারের নানা প্রকল্প এবং কাজকর্ম নিয়ে আলোচনা হয়। এতে যারপরনাই খুশি হারাধনের পরিবারের সবাই। কারণ এই প্রথম কোন নেতার পা পড়েছে হারাধনের বাড়িতে। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবকে কাছে পেয়ে খুশি গোটা পরিবার। অতীতে কোন রাজনীতির দলের নেতা তাদের বাড়িতে যাননি। দিব্যাঙ্গ যুবক হারাধনের মা ছিলেন নারী সমিতির একনিষ্ঠ কর্মী। লালঝাণ্ডা নিয়ে মিছিল মিটিং করতেন। কিন্তু কোন সরকারি সুবিধা পাননি। পিতৃহারা দিব্যাঙ্গ হারাধনের দিকে ফিরে তাকায়নি সিপিএমের নেতারা। ২০১৮ সালে অষ্টম বাম সরকার প্রতিষ্ঠা করার জন্য জান লড়িয়ে দিয়েছেন হারাধনের মা এবং ভাই। যদিও সরকার পরিবর্তন হওয়ার পর দিব্যাঙ্গ যুবক হারাধনের ভাই আনুষ্ঠানিক দল বদল না করলেও বিজেপির মিছিল মিটিং এ হাঁটছে। সরকার পরিবর্তন হওয়ার পর বিজেপি সরকার তাদের পরিবারে পৌঁছে দিয়েছে নানা সরকারি প্রকল্পের সুবিধা। এতে খুশি গোটা পরিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে সরকার গড়ার অঙ্গীকারবদ্ধ তারা। হারাধনের বাড়িতে যখন বিপ্লব দেব তখন সেখানে হাজির হয় পাশের বাড়ির পেশায় কৃষক কৃষ্ণ শীল। তিনি একসময় কৃষক সভার নেতা ছিলেন। অষ্টম বাম সরকার প্রতিষ্ঠার স্বপ্ন ভঙ্গ হতেই আনুষ্ঠানিক দল বদল না হলেও বিজেপির নানা প্রকাশ্য কার্যক্রমে উপস্থিত থাকেন। বৃহস্পতিবার বিপ্লব দেবের পাশে দাঁড়িয়ে ছবি তুলেন। বিজেপি সরকার কৃষকদের স্বার্থে দারুণ কাজ করছে বলে অভিজ্ঞতা শেয়ার করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থনের আশ্বাস দেন। এদিনের জনসম্পর্ক অভিযানের মাধ্যমে কার্যকর্তাদের সকল জনতার দুয়ারে যাওয়ার বার্তা দেন বিপ্লব কুমার দেব। কারণ মানুষ কোন না কোন প্রকল্পের সুবিধা পেয়েছে। এবার তাদের সমর্থন আদায় করতে নিবিড় সম্পর্ক স্থাপন করতে হবে।

You may also like

Leave a Comment