Home » দেশবন্ধু ক্লাবের উদ্দ্যোগে অনুষ্ঠীত হয় পিঠেপুলি উৎসব ২০২৪

দেশবন্ধু ক্লাবের উদ্দ্যোগে অনুষ্ঠীত হয় পিঠেপুলি উৎসব ২০২৪

by admin

শান্তিরবাজার প্রতিনিধ: অন্যান্যবছরের ন্যায় এইবছরও শান্তির বাজার দেশবন্ধু ক্লাবের উদ্দ্যোগে অনুষ্ঠিত করাহয় পিঠেপুলি উৎসব। শান্তির বাজার দেশবন্ধুক্লাব প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচীকরেথাকে। এরইমধ্যে স্ব সহায়ক দলের মহিলাদের আর্থিক দিকদিয়ে সাবলম্বী করতে ও বাঙ্গালীর ঐতিয্যবাহী পিঠেপুলি উৎসবকে ধরেরাখতে দেশবন্ধু ক্লাবের উদ্দ্যোগে বিশেষ পদক্ষেপ নেওয়াহয়েছে। যারমধ্যে ক্লাবের উদ্দ্যোগে শান্তির বাজার মহকুমার বিভিন্ন প্রান্তে স্ব সহায়ক দলের সদস্যদের নিয়ে পিঠেপুলি উৎসবের আয়োজন করাহয়। এই পিঠেপুলি উৎসবে পিঠে তৈরিকরার সমস্ত প্রকারের সামগ্রী মহিলাদের ক্লাবের পক্ষথেকে দেওয়াহয়েছে। এইসকল সামগ্রী দিয়ে স্ব সহায়ক দলের সদস্যরা পিঠে বানিয়ে সেগুলি বিক্রিকরে অর্থ উপার্জন করতে পারবরে। তারজন্য ক্লাবকে এক টাকাও দিতেহবেনা। ক্লাবের পক্ষথেকে স্ব সহায়ক দলের সদস্যকের পিঠে বিক্রিকরারজন্য ষ্টল ও বিদ্যুৎ এর ব্যাবস্থা করাহয়েছে। এইসকল খরচ বহন করবে দেশবন্ধু ক্লাব। শান্তির বাজারে বিভিন্ন ক্লাব থাকলেও সর্বদা লোকজনের সুখে দুঃখে সামাজিক কর্মসূচিতে সাধারণ মানুষের পাশে থাকেন দেশবন্ধু ক্লাবের সদস্যরা। ক্লাবের সম্পাদক প্রবীর বরন দাস ও সভাপতি সত্যব্রত সাহার উদার মানসিকতায় এইধরনের কাজকরা সম্ভবহচ্ছে। দেশবন্ধু ক্লাব লোকজনদের সাহায্যের পাশাপাশি লোকজনদের আনন্দপ্রদানে বিভিন্নপ্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিয্যবাহী মেলা অনুষ্ঠীতকরেথাকে। ক্লাবের উদ্দ্যোগে আয়োজিত পিঠেপুলি উৎসবে বিগত বছরে ২ লক্ষ ৪০ হাজার টাকার পিঠা বিক্রিকরেছে স্ব সহায়ক দলের সদস্যরা। এইবছরও প্রথম দিনের উৎসবে ব্যাপকহারে লোকসমাগম ঘটে। আশাকরাযাচ্ছে বিগত বছরের তুলনায় এইবছর আরো বেশি পরিমানে বিক্রি হবে। আজকের এই অনুষ্ঠানে প্রদীপ প্রজননের মধ্যে দিয়ে মেলার শুভ সূচনা করেন রাজ্যসরকারের মন্ত্রী টিঙ্কু রায়, মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া, এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার পৌর পরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ক্লাবের দুইজন প্রধান জনপ্রীয় ব্যক্তি প্রবীর বরন দাস ও সত্যব্রত সাহা। মন্ত্রীরা উনাদের বক্তব্যের মাধ্যমে দেশবন্ধু ক্লাবের এইধরনের উদ্দ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মন্ত্রী জানান রাজ্যসরকার মহিলাদের আর্থিক দিকদিয়ে সাবলম্বী করার প্রয়াস চালিয়েযাচ্ছে। রাজ্যসরকারের এই উদ্দ্যেশ্যকে সাফল্যমন্ডীত করতে কাজ করেযাচ্ছে দেশবন্ধু ক্লাব। সকলে মিলে তিনদিনব্যাপী এইমেলায় আনন্দ উপভোগকরার জন্য জানালেন বক্তারা। ঐতিয্যবাহী পিঠেপুলি উৎসবের আয়োজন সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানালেন ক্লাবের সভাপতি সত্যব্রত সাহা। অনুষ্ঠানে বক্তব্যশেষে অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দরা স্ব সহায়ক দলের দেওয়া বিভিন্ন ষ্টল গুলি পরিদর্শন করেন। সর্বশেষে পিঠেপুলি উৎসবে আগত লোকজনদের বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাহয়। আজকের এই পিঠাপুলি উৎসবে উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্যকরাযায়।

You may also like

Leave a Comment