136
তেলিয়ামুড়া।
।অবৈধ গাজা উদ্ধার করতে সক্ষম হল তেলিয়ামুড়া থানার পুলিশ।
শনিবার গোপন খবরের ভিত্তিতে টি আর ০১ এ এস ১৭০৮ নম্বরের আগরতলা থেকে লং শিলং গামী লরিতে তল্লাশি চালিয়ে তেলিয়ামুড়া থানাধীন জাতীয় সড়কে হাওয়াই বাড়ি নাকা পয়েন্টে পুলিশ প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। উল্লেখ্য সংশ্লিষ্ট গাড়ির তেলের ট্যাঙ্কার ব্যবহার করে অভিনব পদ্ধতিতে এই গাঁজাগুলো নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গেছে। আটককৃত গাজার আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষাধিক টাকা বলে পুলিশের দাবি এবং সংশ্লিষ্ট ঘটনার পরিপ্রেক্ষিতে বিশালগড়ের জনৈক অনুপ সরকার’কে (লরিটির চালক) আটক করা হয়েছে।
গাঁজা উদ্ধারের ব্যাপারে উপযুক্ত তদন্ত করছে বলে দাবি পুলিশ সূত্রের।