প্রতিনিধি, উদয়পুর :-
প্রতিনিয়ত যেভাবে গাঁজা বিরোধী অভিযান চলছে দক্ষিণ ত্রিপুরার পি আর বাড়ি থানার উদ্যোগে । এর ফলে গাঁজা চাষ অবৈধভাবে উৎপাদনকারীদের এক প্রকার রাতের ঘুম উড়ে গিয়েছে । থানার ওসি রতন রবি দাস একপ্রকার যুদ্ধ ঘোষণা করেছে অবৈধভাবে গাঁজা চাষ কারবারীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে । বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনী , ত্রিপুরা স্টেট রাইফেল , মহিলা থানা ও পি আর বাড়ি থানার যৌথ উদ্যোগে মনপাথর হেতালি এলাকায় অবৈধ ৫২ হাজার গাঁজা গাছ ধ্বংস করা হয়। সাড়ে সাত ঘন্টা চলে এই অভিযান । গাঁজা গাছগুলিকে এদিন ধ্বংস করে ওসি রতনের নির্দেশে লাগানো হয় আগুন । যার বাজার মূল্য আনুমানিক প্রায় আড়াই কোটি টাকার উপরে । অবৈধভাবে গাঁজা গাছগুলি গভীর জঙ্গলের ভেতর চাষ করা হচ্ছিল দীর্ঘদিন ধরে। গোপন খবরের ভিত্তিতে এই অভিযান আজ চালানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায় । এই গাঁজা গাছগুলি ধ্বংস হওয়ার ফলে বর্তমান সমাজ কিছুটা হলেও রক্ষা পাবে । সূত্রের দাবি , পার্শ্ববর্তী বাংলাদেশের বিভিন্ন চোরা কারবারিরা সীমান্ত কাঁটাতার পেরিয়ে গাঁজা পাচার করে অর্থ রোজগারের ধান্দায় প্রতিনিয়ত নেশা পাচার করে চলেছে। যা আজ ধ্বংস করলো পি আর বাড়ি থানার ওসি রতন রবিদাস । এদিন গাঁজা বিরোধী অভিযান যেভাবে চালানো হয়েছে ঠিক সেভাবে নেশা বিরোধী অভিযান জারি থাকবে গোটা পিআর বাড়ি থানা এলাকায় এমনটাই বললেন থানার ওসি ।