
ধর্মনগর প্রতিনিধি।
ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায় একটি বহু পুরনো বটগাছ একটি শিব মন্দির এবং তার সংলগ্ন একটি হনুমান মন্দির রয়েছে। ধর্মনগর স্টেশনটিকে প্রধানমন্ত্রীর যোজনা অনুযায়ী অমৃত স্টেশন হিসেবে বিবেচিত করে তার উন্নয়নের কাজ শুরু হয়েছে। এই কাজ করতে গিয়ে রেল দপ্তরের কর্মকর্তারা রেলস্টেশন সংলগ্ন শিব মন্দিরটি এবং তার ঠিক সাথেই যে হনুমান মন্দিরটি রয়েছে তা স্থানান্তরের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়তে হিন্দু সেনা সমর্থকদের মধ্যে ক্ষোভ চড়িয়ে পড়ে। ত্রিপুরার রাষ্ট্রীয় হিন্দু সেনার সভাপতি এর উপস্থিতিতে বুধবার অর্থাৎ ১৩ সেপ্টেম্বর হিন্দু সেনার সমর্থকরা সোচ্চার হয়। তারা স্থানান্তর না করার জন্য রেল দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলে এবং ঊর্ধ্বাতন কর্তৃপক্ষ অর্থাৎ লামডিং রেলের কর্মকর্তারা যারা এই এলাকার কাজকর্ম নিয়ন্ত্রণ করে তাদের সাথে কথা বলে বিবেচনার কথা জানানো হয়। লামডিং এর কর্মকর্তারা আপাতত রাষ্ট্রীয় হিন্দু সেনার কথায় ব্যাপারটি বিবেচনার মধ্যে রেখে স্থানান্তর না করার কথা ভাবছে বলে হিন্দু সেনার পক্ষ থেকে জানানো হয়।