প্রতিনিধি মোহনপুর:-মোহনপুর ব্লক এলাকার ১৩১ টি স্বসহায়ক দলকে ত্রিপুরা রুরাল লাভলী হুড মিশন প্রকল্পে ঋণ প্রদান করা হয়েছে বুধবার। এদিন মোহনপুর ব্লক পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে আনুষ্ঠানিকভাবে স্বসহায়ক দলের হাতে ঋণের অনুমোদন পত্র তথা চেক তুলে দিলেন মোহনপুরে বিধায়ক তথা বিদ্যুৎ ও কৃষি দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। মন্ত্রী আহবান ঘরে ঘরে লাখ পতি দিদি তৈরি করা।
পূর্বের বাম আমলে রাজ্যের স্বসহায়ক দলগুলো মিটমিট করে জলছিল। সারা রাজ্যে হাতেগোনা কয়েকশো স্বসহায়ক দল তৈরি হয়েছিল। বর্তমান সরকার গঠিত হওয়ার পর প্রতিটি গ্রামে পাড়ায় মহিলাদের স্বসহায়ক দল তৈরি করার উপর বিশেষ গুরুত্ব দেয়।এই স্বসহায়ক দল গুলোর উপর ভিত্তি করে গ্রামীণ মহিলারা যাতে স্বনির্ভর হতে পারে তার জন্য ঋণ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়। বুধবার মোহনপুর ব্লক এলাকার ১০৩ টি স্বসহায়ক দলকে একযোগে ঋণ প্রদান করা হয়েছে। টি আর এল এম প্রকল্পে এই ঋণ প্রদান করা হয়েছে। এদিন মন্ত্রী রতলাল নাথ বলেন এই টাকাগুলো নিজেরা ব্যক্তিগতভাবে খরচ করার উদ্দেশ্যে দেওয়া হয়নি। স্বসহায়ক দলের সদস্য সদস্যরা এই অর্থ দিয়ে বিভিন্ন কাজ ব্যবসা করে নিজেরা স্বাবলম্বী হওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। সরকার লাখপতি দিদি তৈরীর যে পরিকল্পনা নিয়েছে তা পূরণ করতে স্বসহায়ক দলগুলোকে সঠিক উদ্যোগ গ্রহণের মধ্য দিয়ে এর সুবিধা নিতে আহ্বান করেন মন্ত্রী। এদিন আনুষ্ঠানিক ভাবে স্বসহায়ক দলের সদস্যদের হাতে ঋণের চেক তুলে দিলেন মন্ত্রী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনপুর ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রিনা দেববর্মা, ভাইস চেয়ারম্যান রাকেশ দেব, ব্লকের ভিডিও নারায়ণ চন্দ্র মজুমদার এবং অন্যান্যরা।
মোহনপুর ব্লক এলাকার সহ সহায়ক দলের হাতে ঋণের চেক তুলে দিলেন মন্ত্রী
109
previous post