Home » জুয়ার সামগ্রী সহ খোয়াই থানার পুলিশের হাতে আটক এক যুবক, ধৃত

জুয়ার সামগ্রী সহ খোয়াই থানার পুলিশের হাতে আটক এক যুবক, ধৃত

by admin

জুয়ার সামগ্রী সহ খোয়াই থানার পুলিশের হাতে আটক এক যুবক, ধৃত যুবকের নাম চাকুরী ত্রিপুরা । অভিযুক্তর বাড়ি টাকার জলা। বুধবার রাত্র আনুমানিক দশটা নাগাদ রাধাকৃষ্ণ মন্দির প্রাঙ্গণে আয়োজিত খোয়াই সুভাষ পার্ক শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ও মিলন মেলা উৎসব থেকে উক্ত জোয়ারী কে থানার পুলিশ তুলে আনে।উক্ত অভিযানে নেতৃত্ব দেন খোয়াই থানার ওসি সুবীর মালাকার । সংস্কৃতির শহর খোয়াই এখন অপসংস্কৃতিতেআচ্ছন্ন। এক দিকে যুবসমাজ নেশার করাল গ্রাসে ডুবে যাচ্ছে।অপরদিকে খোয়াই শহরকে নতুন করে গ্রাস করে নিচ্ছে জোয়ার ব্যবসা। সাম্প্রতি লক্ষ্য করা গেছে খোয়াই এ জন্মাষ্টমী উৎসব ও মিলন মেলা উপলক্ষে বিভিন্ন স্থানে আনন্দমেলা, সার্কাস এর আয়োজন করা হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। আশ্চর্যের বিষয় হল এমন একটি ধর্মীয় অনুষ্ঠান এবং মিলনমেলায় কি করে টাকার জলা, কাতলামারা, বড় লৎ মা, হেজা মারা, বড় কাঁঠাল এবং রাজ্যের বিভিন্ন প্রান্তের জুয়ারিরা কি করে এ ধরনের আসরে আয়োজনের ব্যবস্থা করল তা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে খোয়াইয়ের শুভবুদ্ধি সম্পূর্ণ জনগণের মধ্যে।

You may also like

Leave a Comment