প্রতিনিধি, বিশালগড়, ১৪ জানুয়ারি।। বিশালগড় রিটার্নিং অফিসারের অন্তর্ভুক্ত তিনটি বিধানসভা কেন্দ্রে হিংসা মুক্ত ভোট করার জন্য নানা কার্যক্রম হাতে নেয়া হয়েছে।
কার্যক্রমের অঙ্গ হিসাবে রঙ্গোলী উৎসবের আয়োজন করা হয়েছে । প্রতি বাড়িতে আলপনা আঁকার প্রতিযোগিতা চলছে। আলপনার বিষয় হলো ১) শান্তিপূর্ণ নির্বাচন ২) সাম্প্রদায়িক সম্প্রীতি, ৩) সহজগম্য নির্বাচন। বিএলও রা বাড়ি বাড়ি গিয়ে আলপনার ছবি সংগ্রহ করবে। প্রতি বিধানসভা থেকে দশ জনকে পুরস্কৃত করা হবে। আমজনতার কাছে ভোট উৎসবের বার্তা পৌঁছে দেয়ার লক্ষে বিশালগড়ে অনুষ্ঠিত হয় ভোট পার্বণ উৎসব। শনিবার পুর পরিষদের বাইক পার্কিং জোনে পিঠাপুলি উৎসব এবং ভোট পার্বণে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়। বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ভোট পার্বণ উৎসবে পিঠেপুলির পসরা নিয়ে বসেন। মহকুমা শাসক বিনয় ভূষণ দাস জানান ” জিরো পোল ভায়োলেন্স ” এবং ” মিশন ৯২৯ ‘ সফল করতে যাবতীয় প্রস্তুতি নিয়েছে কমিশন। গত নির্বাচনে ৯২৯ টি বুথে ৮৮ শতাংশের নীচে ভোট হয়। সেই বুথ গুলিতে ভোটের হার বৃদ্ধি করাই মিশন ৯২৯ এর উদ্দেশ্য।
অবাধ নির্বাচনের লক্ষে বিশালগড়ে রঙ্গোলী ও ভোট পার্বণ উৎসব
123