উদয়পুর প্রতিনিধি
২০২৩ সালের বিধানসভা নির্বাচনের আগে বুধবার দুপুরে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের জেলা স্তরে সভাপতি রদবদল করা হয়েছে । এদিন গোমতী জেলা কংগ্রেসের বিদায়ী সভাপতি সৌমিত্র বিশ্বাস কে সরিয়ে কমিটির জেলা কংগ্রেসের জেলা সভাপতি করা হয়েছে টিটন পাল কে । টিটন পাল এর নাম ঘোষণা হতেই জেলার যুব কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস কর্মীদের মধ্যে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস দেখা দিয়েছে । এদিন নতুন জেলা সভাপতি বুধবার দুপুরে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে আসেন কর্মীদের সাথে মিলিত হওয়ার জন্য । প্রথম দিনেই নতুন জেলা সভাপতি টিটন পাল কর্মীদের সাথে এক বৈঠকে বসেন। সেই বৈঠকে পরিচয় পর্ব সেরে নেন তিনি । পরবর্তী সময় সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে নতুন জেলা সভাপতি টিটন পাল জানান , ২০২৩ সালের বিধানসভা নির্বাচন কে সামনে রেখে এখন থেকে জেলা স্তরে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে সাজিয়ে তোলা হবে। একই সাথে বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে শুরু হবে সাংগঠনিক বৈঠক । সেই সাথে বিকাল ৩ টায় হবে কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মীদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক। সেই বৈঠকে যোগ দিতে পারেন ত্রিপুরার সোশ্যাল মিডিয়ার দায়িত্বে থাকা কেন্দ্রীয় এক নেতৃত্ব । এইদিন দিনভর নতুন জেলা সভাপতিকে ফুলের তোড়া ও ফুলের মালা দিয়ে উষ্ণ অভিনন্দন জানান কংগ্রেসের কর্মী সমর্থকরা ।