বুধবার খোয়াইতে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ করলেন রাজের কৃষিমন্ত্রী প্রনজিৎ সিংহ রায়। ঐদিন দুপুর দুটাই পদ্মবিল ব্লকের অন্তর্গত হাত কাটায় ৫০ লক্ষ টাকা ব্যয় নির্মিত কৃষক বন্ধু কেন্দ্রের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী। এরপর বিকেলে খোয়াই কৃষি মহকুমার অন্তর্গত উত্তর সিঙ্গি ছড়ায় ১০০০ মেট্রিক টনের একটি চালের গোডাউনের উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী। এই গোডাউনটি তৈরি করতে ব্যয় করা হয় এক কোটি 25 লক্ষ টাকা।
১০০০ মেটিক ট্রন চালের গোডাউন উদ্বোধন উপলক্ষে কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত একটি অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সচিব অমিত রক্ষিত, খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন তাপস দাস, পুর পরিষদের চেয়ারপারসন দেবাশীষ নাথ শর্মা, জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার, খোয়াই জেলার কৃষি উপ-অধিকতা অরবিন্দ দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী প্রনজিৎ সিংহ রায় বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সঠিক চিন্তা ধারা ও উনার নির্দেশ অনুসারে এই ত্রিপুরা রাজ্যেও কৃষকদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য সঠিক বিষয় কাজ করছে রাজ্য সরকার। দেশের কৃষকদের যদি স্বয়ংসম্পূর্ণ করা না যায় তাহলে দেশের অগ্রগতি হতে পারে না। আর এজন্যই দেশের প্রধানমন্ত্রী কৃষক স্বার্থে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সারা দেশে কার্যকরী করেছেন। ত্রিপুরা রাজ্যও কৃষকদের কৃষক সম্মান নিধি, কৃষকদের উৎপাদিত ধান ক্রয়, প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, সঠিক সময়ে কৃষকদের ঋণ প্রদান ইত্যাদি কাজগুলো ক্রমান্বয়ে চলছে। পূর্বতন সরকার এরা যে কৃষকদের জন্য এতদিন কোন কাজই করেনি। শুধু কৃষক বন্ধুর নাম দিয়ে তাদেরকে বঞ্চনাই করেছে। রাজ্য সরকার কৃষকদের নিজের পেয়ে দাঁড়ানোর জন্য আপনার চেষ্টা চালাচ্ছে। আর এজন্য চাই সরকারকে সহযোগিতা করা। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন অমিত রক্ষিত, সুব্রত মজুমদার সহ অন্যান্যরা।
হাত কাটায় কৃষক বন্ধু কেন্দ্র এবং উত্তর সিঙ্গিছড়ায় ১০০০ মেট্রিক টন চালের গোডাউন উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী।
127